খেলাধূলাকে প্রাধান্য দিতে স্কুলে সিলেবাস কমানোর সিদ্ধান্ত সরকারের!
Aug 07, 2018, 09:29 AM IST
1/6
6
# যুগান্তকারী সিদ্ধান্ত। খেলাধুলোকে প্রাধান্য দিতে সিলেবাস কমানোর সিদ্ধান্ত কেন্দ্র সরকারের।
2/6
5
# ২০১৯ সালের মধ্যে সমস্ত স্কুলের সিলেবাস প্রায় ৫০ শতাংশ কমানো হবে।
photos
TRENDING NOW
3/6
4
# খেলাধুলোকে তুলে ধরতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর।
4/6
3
# রাজ্যবর্ধন সিং রাঠোর বলেন, "ক্রীড়াক্ষেত্রে আমরা এমন একটা জায়গায় আছি, যেখানে খেলাধুলো শিক্ষার অংশ নয়। আসলে খেলাধুলোও শিক্ষা। তাই সিলেবাস এবার থেকে ৫০ শতাংশ কমানো হবে, যাতে খেলাধুলো আবশ্যিক পিরিয়ড হয়।"
5/6
2
# এবার থেকে স্কুলে খেলাধুলো আবশ্যিক পিরিয়ড করা হবে।
6/6
1
# ক্রীড়াক্ষেত্রে উন্নতির জন্য ২০টি বিশেষ ক্রীড়া স্কুলও আনা হবে বলে জানান রাজ্যবর্ধন রাঠোর।