করোনার কোপ! জুলাই মাসেই চাকরি খুইয়েছেন দেশের ৫০ লক্ষ চাকুরিজীবী

Aug 19, 2020, 19:35 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: করোনা থাবায় তলানিতে ঠেকেছে অর্থনীতি। সারা বিশ্বের বাজারে মন্দা। সেখানেই সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট দেখে চোখ কপালে ওঠার উপক্রম। গত ২১ মার্চ দেশে জারি হয়েছিল লকডাউন। এপ্রিল মাস থেকে এ পর্যন্ত দেশে মোট চাকরি হারিয়েছেন ১ কোটি ৮০ লক্ষ মানুষ। শুধু জুলাই মাসেই সংখ্যাটা ৫০ লক্ষ। (প্রতীকী চিত্র)

2/5

দেশের অন্যতম বড় সমস্যা বেকারত্ব। মোদীর দ্বিতীয় ইনিংসে রেকর্ড হারে বেড়েছিল বেকারত্বের সংখ্যা। সেখানেই সবটা তছনছ করে দিল মারণ ভাইরাস। করোনা ও লকডাউনের জেরে এপ্রিল মাসে কাজ হারিয়েছিলেন ১ কোটি ৭৭ লক্ষ মানুষ।(প্রতীকী চিত্র)

3/5

জুন মাসে কোনও ক্রমে ফের চাকরিতে যোগ দেন ৩৯ লক্ষ মানুষ। কিন্তু ফের জুলাই মাসে চাকরি হারালেন ৫০ লক্ষ মানুষ।(প্রতীকী চিত্র)  

4/5

দেশের প্রায় ২০ শতাংশেরও বেশি মানুষ মাসিক বেতন পান। সেখানে একবার চাকরি চলে গেলে, ফের নিজেকে একই জায়গায় ফিরিয়ে আনা অত্যন্ত মুশকিল।(প্রতীকী চিত্র)

5/5

গ্রামীণ এলাকায় অনেকেই দু বেলা খাবারের জন্য অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত। সেখানে চরম পরিবর্তন না এলেও মন্দার বাজারে মাসিক বেতনভুক্ত কর্মীদের নাজেহাল অবস্থা।(প্রতীকী চিত্র)