গণেশ পুজোর সামান্য কিছু অর্ডারই বুঝিয়ে দিচ্ছে এবারের দুর্গাপুজো কেমন যাবে

Aug 19, 2020, 19:02 PM IST
1/5

অয়ন ঘোষাল: সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। ২০২০-র গণেশ পুজো কুমারটুলিকে বুঝিয়ে দিল দুর্গাপুজো কেমন যাবে। করোনা আবহে গণেশ পুজোর আগে এ এক অজানা-অচেনা চেহারা আমাদের চেনা কুমোরটুলির।

2/5

২o১৯-এ কুমারটুলিতে গণেশের অর্ডার এসেছিল প্রায় ৬ হাজার। যার মধ্যে দেড় হাজার সুবিশাল মূর্তির দাম ছিল ৪০ থেকে ৫০ হাজারের কোঠায়।

3/5

এবার মেরেকেটে অর্ডার হাজারখানেক। তাও সাড়ে তিন-চার ফুটের ছোট মূর্তি। যার দাম হাজার তিনেকের বেশি নয়। 

4/5

কুমারটুলিতে এই মুহুর্তে স্টুডিয়ো ২৩৪টি। শিল্পী ২৬০-এর কাছাকাছি। এছাড়াও অনুষঙ্গ, অর্থাৎ মাটি বয়ে আনা, ডাকের সাজের শিল্পী, জরি শিল্পী ধরলে প্রায় আড়াই হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান জড়িত।

5/5

তাই চিন্তিত শিল্পীরা অশনি সংকেত দেখছেন। গণেশ পুজো না হয় নমো নমো করে কেটে গেল। কী হবে দুর্গাপুজোয়?