বিদায়ী টেস্টে হেরেছিলেন এশিয়ার এই বিখ্যাত ক্রিকেটাররা
|
Nov 12, 2018, 11:04 AM IST
1/5
1
১. রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) : ৪০ বছর বয়সে ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। ২০১৮ সালে গলে বিদায়ী টেস্টে ইংল্যান্ডের কাছে ২১১ রানে হারে শ্রীলঙ্কা। টেস্টে ৪৩৩টি উইকেট নিয়েছেন হেরাথ। সেই সঙ্গে এক ভেনুতে ১০০ উইকেট নেওয়ার নজির গড়েছেন এই লঙ্কান স্পিনার।
2/5
2
২. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) : ২০১৫ সালে কলোম্বোতে ভারতের বিরুদ্ধে কেরিয়ারের শেষ টেস্ট খেলেন প্রাক্তন লঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ভারতের কাছে ওই টেস্ট ২৭৮ রানে হারে শ্রীলঙ্কা।
photos
TRENDING NOW
3/5
3
৩. রাহুল দ্রাবিড় (ভারত) : ১৬৪ টি টেস্টে ১৩২৮৮ রান করেন ভারতীয় ক্রিকেটের মিস্টার ডিপেন্ডবেল। কিন্তু তাঁর কেরিয়ারের শেষ টেস্টে শোচনীয় পরাজয় ভারতীয় দলের। ২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে ২৯৮ রানে হারে ভারত।
4/5
4
৪. ওয়াকার ইউনিস (পাকিস্তান) : ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউনে শেষ টেস্ট ম্যাচ খেলেন পাক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। ৮৪ টেস্টে ৩৭৩টি উইকেট নেওয়া পাক পেসারের বিদায়ী টেস্টে ১৪২ রানে হারে পাকিস্তান।
5/5
5
৫. সুনীল গাভাসকর (ভারত) : ১৯৮৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে বেঙ্গালুরুতে ফেয়ারওয়েল টেস্ট খেলেন সুনীল গাভাসকর। শেষ টেস্টে মাত্র ১৬ রানে পাকিস্তানের কাছে হারে ভারতীয় দল। ১২৫টি টেস্টে ১০১২২ রান করেন সানি।