30 Kilo Goldfish: ৩০ কিলোর গোল্ডফিশ, সব রেকর্ড ভেঙে দিল দৈত্যাকৃতি 'ক্যারট'!

Nov 22, 2022, 17:12 PM IST
1/5

৩০ কিলোর গোল্ডফিশ!

30 kilo goldfish 1

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৩০ কিলোর গোল্ডফিশ! দৈত্যাকৃতি মাছ ধরে রেকর্ড করলেন ৪২ বছর বয়সী অ্যান্ডি হ্যাকেত। ফ্রান্সের শ্যাম্পেন অঞ্চলে ব্লু ওয়াটার লেকে মাছটিকে ধরেন অ্যান্ডি। 

2/5

বয়স প্রায় ২০

30 kilo goldfish 2

মাছটি ওজনে ৬৭.৪ পাউন্ড বা ৩০ কিলো ৫৭২ গ্রাম।  মাছটির বয়স প্রায় ২০ বছর। মাছটি লেদার কার্প ও কোই কার্পের মিশ্র প্রজাতি। গাঢ় কমলা রঙের মাছটি স্থানীয় মহলে পরিচিত ছিল 'ক্যারট' নামে।

3/5

জলের উপরের দিকে আসত না

30 kilo goldfish 3

অনেকেই চেষ্টা করেছিল মাছটিকে ধরার। কিন্তু পারেননি। অ্যান্ডি হাকেতের কথায়, তিনি নিজেই যে ওই মাছটি ধরে ফেলবেন, এমনটা কখনও ভাবতেই পারেননি। কারণ, মাছটি সহজে জলের উপরের দিকে আসত না।

4/5

২৫ মিনিটের চেষ্টায় বাগে

30 kilo goldfish 4

কিন্তু সেদিন ছিপ ফেলার পর যখন বঁড়শিতে হ্যাঁচকা টান লাগে, তখন বুঝতে পারেন যে, কোনও বড় মাছ আটকেছে। তারপর প্রায় ২৫ মিনিটের চেষ্টায় লালচে কমলা রঙের বিশালাকার গোল্ডফিশটিকে বাগে আনেন তিনি। এর আগে, ছবিতে দেখতে পাওয়া মাছটি-ই ছিল ধরা পড়া সবচেয়ে বড় গোল্ডফিশ।   

5/5

অ্যাকোরিয়ামে গোল্ডফিশ

30 kilo goldfish 5

কমলা রংয়ের গোল্ডফিশকে ঘরে অ্যাকোরিয়ামে রাখতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। অ্যাকোরিয়ামে অন্য কোনও মাছ থাকুক না থাকুক, উজ্জ্বল কমলা রংয়ের গোল্ডফিশ যেন থাকবেই!