Mysterious Deaths: বাতাসে অজানা 'বিষে' মৃত ১৭, কোয়ারেনটাইনে ২৩০! ফের লকডাউনের আতঙ্ক?

Rajouri mysterious illness: শিশু-সহ পরপর ১৭ জনের রহস্যজনক মৃত্যু। এই মৃত্যুর কারণ খুঁজতে হাই অ্যালার্টে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহর নির্দেশে বিশেষজ্ঞের দল পাঠানো হয়। মৃতদের সংস্পর্শে আসা ২৩০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

Jan 25, 2025, 15:29 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার বাধাল গ্রামে একের পর একজনের রহস্যজনক মৃত্যু। এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ২৩০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

2/6

মেডিক্যাল অ্যালার্ট জারি হয়েছে। যার জেরে সমস্ত কর্তৃপক্ষ ডাক্তার এবং প্যারামেডিকদের ছুটিও বাতিল করেছে।

3/6

কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং বলেছেন, আক্রান্তদের রিপোর্টে প্রাথমিক তদন্তে এসে জানা গিয়েছে, এই মৃত্যু কোনও সংক্রমণ, ভাইরাস বা ব্যাকটেরিয়ার দ্বারা নয়। এটি একটি বিষ। ক্যাডমিয়াম টক্সিন থেকে এতগুলি মানুষের মৃত্যু হয়েছে। 

4/6

তিনি আরও জানিয়েছেন, এই টক্সিনের প্রকৃতি নিয়ে তদন্ত চলছে। খুব তাড়াতাড়ি এটির সমাধান হবে।

5/6

গত বছর ডিসেম্বরের শুরু থেকেই অজানা রোগে জর্জরিত রাজৌরির এই প্রান্তিক গ্রামটি। বাধল গ্রামে গত দেড় মাসে রহস্যজনক রোগে ১৩ শিশু-সহ ১৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সংস্পর্শে আসা ২০০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

6/6

ইতোমধ্যেই জেলা প্রশাসনের কর্তৃপক্ষ গ্রামে যাওয়ার সমস্ত রুটে চেকপয়েন্ট স্থাপন করেছে। এবং রেশন থেকে পানীয় জলের সুবিধা প্রদান করছে।