রাজস্থানে জয়ী প্রার্থীদের ৭৯ শতাংশই কোটিপতি

Dec 16, 2018, 12:08 PM IST
1/6

s 6

s 6

রাজস্থান বিধানসভার ১৯৯ আসনে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে কংগ্রেস। রাজপাট শেষ হয়েছে বসুন্ধরা রাজের। তবে তার থেকেও বড় খবর হল এই রাজ্যের জয়ী প্রার্থীদের সম্পত্তির পরিমাণ।

2/6

S 5

S 5

নব নির্বাচিত ১৯৯ জনের মধ্যে ১৫৮ জন জয়ী প্রার্থীই কোটিপতি। বলছে এডিআর রিপোর্ট। শতাংশের হিসেবে রাজ্যের ৭৯ শতাংশ জয়ী প্রার্থীই কোটিপতি।

3/6

S 4

S 4

কোটিপতি ওই ১৫৮ জন জয়ী প্রার্থীর মধ্যে কংগ্রেসের রয়েছে ৯৯ জন। এদের মধ্যে ৮২ জনই কোটিপতি।

4/6

S 3

S 3

বিজেপির ৭৩ জয়ী প্রার্থীর মধ্যে ৫৮ জন কোটিপতি।

5/6

S 2

S 2

১৩ নির্দল জয়ী প্রার্থীদের মধ্যে ১১ জন কোটিপতি। কংগ্রেস, বিজেপি ও নির্দল প্রার্থীদের সবারই সম্পদের পরিমাণ ১ কোটি টাকার ওপরে।

6/6

s 1

s 1

আয়কর দফতরে দেওয়া রিটার্ন অনুযায়ী কোটিপতি জয়ী প্রার্থীদের তালিকায় শীর্ষে রয়েছে কংগ্রেস বিধায়ক পরসরাম মোরদিয়া। তাঁর সম্পদের পরিমাণ ১৭২ কোটি টাকা। এর পরেই রয়েছেন উদয়লাল আজানা(১০৭ কোটি) ও রামকেশ মিনা(৩৯ কোটি)।