আরএসএস, বজরং, ভিএইচপি-র আশঙ্কাতেই রথে নিষেধ রাজ্যের

Dec 15, 2018, 23:55 PM IST
1/5

রথযাত্রার মাধ্যমে রাজ্যে বিজেপি ধর্মীয় উস্কানি ছড়াতে পারে বলে আশঙ্কা। আর সেটাই অনুমতি না দেওয়ার কারণ বলে চিঠিতে উল্লেখ করেছে রাজ্য সরকার। এরইসঙ্গে রাজ্য জানিয়েছে, বিজেপির 'গণতন্ত্র বাঁচাও যাত্রা' কর্মসূচি ৪২দিনের। এতদিন ধরে কোনও কর্মসূচি চালানো সম্ভব নয়। রথযাত্রার নিরাপত্তায় ৫০০০ পুলিস কর্মীকে মোতায়েন করতে হবে, তা কোনওভাবেই সম্ভব নয়। 

2/5

বিজেপিকে পাঠানো চিঠিতে রাজ্য সরকার জানিয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী, রথযাত্রায় আরএসএস, বজরং দল ও ভিএইচপি-র সক্রিয় যোগ থাকবে। সাম্প্রদায়িক অস্থিরতা তৈরিই তাদের লক্ষ্য।   

3/5

রথযাত্রার পরে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের। বিঘ্নিত হতে পারে শান্তি। 

4/5

বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা গণতন্ত্র বাঁচাও যাত্রা করছেন। এটা কোনও ধর্মীয় যাত্রা নয়। আরএসএস, ভিএইচপি ও বজরং দল আলাদা সংগঠন। তাদের সঙ্গে বিজেপির যোগ নেই। 

5/5

রাজ্য সরকারের এহেন প্রতিক্রিয়ার পর সোমবার ফের আদালতের যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ