1/10
ওয়েব প্ল্য়াটফর্মের 'ফার্স্ট বয়'
2/10
কমেডিয়ান জীতু
photos
TRENDING NOW
3/10
রাজস্থানের ছেলে জীতেন্দ্র
4/10
IIT খড়গপুর পর্ব
5/10
TVF-এ আমন্ত্রণ
6/10
'মুন্না জসবাতি'
২০১৩ সালে জীতেন্দ্র অভিনীত 'মুন্না জসবাতি'-র ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। তারপর থেকেই নেটদুনিয়ার পরিচিত মুখ হয়ে ওঠেন জিতু। পরবর্তীকালে TVF-এর 'পার্মানেন্ট রুমমেট', 'টেক কনভারসেশন উইথ ড্যাড', 'টিভিএফ পিচার্স', 'এ ডে উইথ' সিরিজে অভিনয় করেন জীতেন্দ্র। তবে 'কোটা ফ্যাক্টরি'-র 'জিতু ভাইয়া' হয়েই তিনি সবথেকে বেশি জনপ্রিয়তা পান।
7/10
'বলিউড আম আদমি পার্টি'
8/10
'শুভ মঙ্গল জ্যাদা সাবধান'
9/10
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে
10/10
কোটি টাকার মালিক
জানা যায়, নেট দুনিয়ায় জনপ্রিয় 'জীতু' এখন প্রায় কোটি টাকার মালিক। তাঁর মু্ম্বইয়ে একটি ফ্ল্যাট রয়েছে। তাঁর। ওয়েব সিরিজে এক একটি পর্বের জন্য বর্তমানে ৫০ হাজার টাকা পারিশ্রমিক নেন তিনি। আর ছবির জন্য নেন ১ কোটি টাকা। বর্তমানে ৯০ লক্ষ টাকার মার্সেডিজ বেঞ্জ, ৭০ লক্ষ টাকারমার্সেডিজ বেঞ্জ ই-ক্লাস এবং ৪০ লাখ টাকার টয়োটা ফর্চুনারের মালিক IIT খড়গপুরের প্রাক্তন ছাত্র জীতেন্দ্র।
photos