অবিরাম বৃষ্টির জেরে পুণেতে ধস নেমে মৃত্যু হল অন্তত ৩০জনের। এখনও ধ্বংসস্তুপের মধ্যে আটকে রয়েছেন ১২৬জন। বুধবার পুনের আম্বেগাঁওতে আদিবাসী অধ্যুষিত মালিন গ্রামে ধস নামে। হঠাৎ নামা ধসে ভেঙে গুঁড়িয়ে যায় ৪৪টি বাড়ি।