ICC Test Ranking-এ উইকেটকিপারদের মধ্যে সেরা ব্রিসবেনের নায়ক Rishabh Pant
অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসা ভারত অধিনায়ক বিরাট কোহলি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ নেমে গেলেন।
নিজস্ব প্রতিবেদন: সিডনিতে ৯৭। ব্রিসবেনে অপরাজিত ৮৯। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১৩ নম্বরে উঠে এলেন ভারতের ঋষভ পন্থ। উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে এখন সেরা তিনিই। অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসা ভারত অধিনায়ক বিরাট কোহলি আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ নেমে গেলেন।
Labuschagne moves to No.3
Root enters top five
Pujara moves up one spot to No.7The latest @MRFWorldwide ICC Test Player Rankings for batting are out!
Full rankings: https://t.co/OMjjVx5Mgf pic.twitter.com/49DbXmXznS
— ICC (@ICC) January 20, 2021
৯১৯ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ৮৯১ রেটিং পয়েন্ট নিয়ে দু নম্বরেই রয়েছেন স্মিভ স্মিথ। এক ধাপ উপরে উঠে তিন নম্বরে মার্নাস লাবুশানে। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৮। ৮৬২ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে বিরাট কোহলি। এক ধাপ উপরে উঠে সাত নম্বরে চেতেশ্বর পূজারা। তাঁর রেটিং পয়েন্ট ৭৬০।
After the conclusion of the first #SLvENG Test and the Gabba clash, bowlers sizzle in the latest @MRFWorldwide ICC Test Player Rankings!
Full rankings: https://t.co/OMjjVx5Mgf pic.twitter.com/kFhr7oltIQ
— ICC (@ICC) January 20, 2021
আরও পড়ুন- Rishabh Pant ব্যাট করার সময় হার্ট অ্যাটাকের উপক্রম হয়েছিল কোচ Shastri-র!
বর্ডার-গাভাসকর ট্রফিতে ২১ উইকেট নেওয়া প্যাট কামিন্স আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় নিজের এক নম্বর জায়গা ধরে রেখেছেন। অজি পেসারের রেটিং পয়েন্ট ৯০৮। বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ করে উপরে উঠেছেন ভারতের আর অশ্বিন এবং জশপ্রীত বুমরাহ। যথাক্রমে ৮ এবং ৯ নম্বরে রয়েছেন তাঁরা।
আরও পড়ুন- ব্রিসবেনে ঐতিহাসিক টেস্ট জয়, সোশ্যাল মিডিয়ায় Rahul Dravid-কে কুর্নিশ