ISL 2020-21: জয় দিয়েই নতুন বছর শুরু SC East Bengal-এর

জয়ে স্বস্তি ফিরল লাল-হলুদ শিবিরে। স্বস্তি পেলেন লাল-হলুদের ব্রিটিশ কোচ রবি ফাউলারও (Robbie Fowler)।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jan 3, 2021, 07:25 PM IST
ISL 2020-21: জয় দিয়েই নতুন বছর শুরু  SC East Bengal-এর
ছবি সৌজন্যে: ISL

নিজস্ব প্রতিবেদন: নতুন বছরে একেবারে নতুন ছন্দে এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। পুরনো বছরে আইএসএলে সাতটা ম্যাচ খেলে একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি রবি ফাউলারের (Robbie Fowler) দল। রবিরার সুপার সানডেতে তিলক ময়দানে ওড়িশা এফসিকে ৩-১ গোলে হারিয়ে আইএসএলে প্রথম জয়ের স্বাদ পেল লাল-হলুদ ব্রিগেড।

 

রবিবার ওড়িশার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমনাত্মক ফুটবল খেলতে শুরু করেন স্টেইনম্যান, পিলকিংটনরা। ১২ মিনিটেই অ্যান্থনি পিলকিংটনের (Anthony Pilkington) গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। গোল হজম করে ঘুরে দাঁড়াতে মরিয়া চেষ্টা চালায় ওড়িশা এফসি। কিন্তু ৩৯ মিনিটে জ্যাক মাগোমার (Jacques Maghoma) গোলে ব্যবধান বাড়ায় এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। বিরতিতে ২-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। লাল-হলুদ গোলের নিচে এদিন বেশ কয়েকটি দুরন্ত সেভ করেন দেবজিত্ মজুমদার। এরপর গোল শোধের মরিয়া চেষ্টা চালায় ওড়িশা। কিন্তু পরিবর্ত হিসেবে মাঠে নেমেই গোল করলেন ব্রাইট এনোবাখারে (Bright Enobakhare)। ৮৮ মিনিটে গোলে করেন তিনি। এরপর ম্যাচের ইনজুরি টাইমে ফক্সের আত্মঘাতী গোলে ওড়িশা ব্যবধান কমায়। তাতে অবশ্য লাভের কিছু হয়নি। শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে নেয় এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)।  

 

আরও পড়ুন- আই লিগের আগে জটিলতা, ইনভেস্টর হারাতে পারে মহমেডান  

জয়ে স্বস্তি ফিরল লাল-হলুদ শিবিরে। স্বস্তি পেলেন লাল-হলুদের ব্রিটিশ কোচ রবি ফাউলারও (Robbie Fowler)। ৮ ম্যাচ শেষে ৬ পয়েন্ট হল এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal)। অন্যদিকে বছর বদলালেও জয় এল না (Odisha FC) ওড়িশা এফসি-র। ৮ ম্যাচ শেষে ২ পয়েন্ট তাদের।

আরও পড়ুন - ক্রাইস্টচার্চে পাক টেল এন্ডারদের গোপন আলোচনা প্রকাশ্যে, ভাইরাল কথোপকথন

.