অধিনায়ক হিসেবে রাহানে অত্যন্ত বুদ্ধিমান: Ravi Shastri
শাস্ত্রী বলেন, যে রাহানের (Ajinkya Rahane) শতরানই ম্যাচের টার্নিং পয়েন্ট এবং অবিশ্বাস্য রকমের মনোনিবেশ করার ফসল।
নিজস্ব প্রতিবেদন : অধিনায়ক হিসেবে অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) অত্যন্ত বুদ্ধিমান, মন্তব্য করলেন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। বিরাট কোহলি ঠিক যতটা আক্রমনাত্মক ঠিক ততটাই শান্ত রাহানে (Ajinkya Rahane) বলে মনে করেন শাস্ত্রী (Ravi Shastri)। বক্সিং ডে টেস্টে অসাধারণ শতরান করে ম্যান অফ দ্য ম্যাচ হন রাহানে। তবে শুধু শতরানের জন্য নয়, সমস্ত ক্রিকেটমহল থেকে রাহানে প্রশংসিত হচ্ছেন তাঁর অধিনায়কত্বের জন্যও।
Special words of appreciation for @ajinkyarahane88 from the Head Coach.
Do you agree?#AUSvIND pic.twitter.com/SHyRr2sOji
— BCCI (@BCCI) December 29, 2020
সাংবাদিক বৈঠকে এসে শাস্ত্রী (Ravi Shastri) জানান, “রাহানে অত্যন্ত বুদ্ধিমান অধিনায়ক এবং ম্যাচের পরিস্থিতি বোঝার খুব ভালো দক্ষতা রয়েছে। রাহানের শান্ত স্বভাব অভিষেক হওয়া ক্রিকেটারদের ও বোলারদের খুবই সাহায্য করেছে। উমেশের চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পরেও রাহানে বোলারদের অনুপ্রাণিত করেছে।”
শাস্ত্রী বলেন, যে রাহানের (Ajinkya Rahane) শতরানই ম্যাচের টার্নিং পয়েন্ট এবং অবিশ্বাস্য রকমের মনোনিবেশ করার ফসল। প্রসঙ্গত, রাহানের শতরানে ভর করেই প্রথম ইনিংসে ভারত ১৩১ রানের লিড পায় ভারত। দ্বিতীয় ইনিংসেও পরপর দুই উইকেট পড়ে যাওয়ার পর ৪০ বলে ২৭ রান করে ভারতের জয় সুনিশ্চিত করেন।
আরও পড়ুন- সাফল্য ১০০% , MS Dhoni'র রেকর্ড ছুঁলেন নেতা Rahane