ডায়মন্ড হারবারে অভিষেকের (Abhishek Banerjee) সভায় অনুপস্থিত ২ বিধায়ক
তাঁদের অনুপস্থিত থাকার কথা তাঁরা আগাম দলকে জানিয়ে দেন বলেও জানিয়েছেন জাহাঙ্গির খান।
নিজস্ব প্রতিবেদন : ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভায় অনুপস্থিত ২ জন বিধায়ক। সভায় অনুপস্থিত ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার ও মহেশতলার বিধায়ক দুলাল দাস।
অভিষেকের সভায় ২ বিধায়কের অনুপস্থিতির খবর মিলতেই জল্পনা ছড়ায়। উস্কে ওঠে প্রশ্ন। যদিও সব জল্পনা-ই উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল (TMC) নেতা জাহাঙ্গির খান স্পষ্ট জানিয়েছেন, ডায়মন্ড হারবার ও মহেশতলা, ২ বিধায়কই শারীরিক অসুস্থতার কারণে আজকের সভায় অনুপস্থিত। তাঁদের অনুপস্থিত থাকার কথা তাঁরা আগাম দলকে জানিয়ে দেন বলেও জানিয়েছেন জাহাঙ্গির খান।
প্রসঙ্গত, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট বিধায়ক সংখ্যা ৭। এরমধ্যে ফলতার বিধায়ক তমনাশ ঘোষ করোনায় প্রাণ হারিয়েছেন। বাকি ৬ জন বিধায়ক হলেন ডায়মন্ড হারবারের দীপক হালদার, বিষ্ণুপুরের দিলীপ মন্ডল, সাতগাছিয়ার সোনালি গুহ, বজবজের অশোক দেব, মহেশতলার দুলাল দাস ও মেটিয়াবুরুজের আব্দুল খালেদ মোল্লা।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ডায়মন্ড হারবার যাওয়ার পথে শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। এই নিয়ে তুলকালাম হয় রাজ্য রাজনীতি। এরপরই আজ ডায়মন্ড হারবারে সভা করছেন অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)।
আরও পড়ুন, 'পশ্চিমবঙ্গ কি আফগানিস্তান হয়ে গিয়েছে?' চা-চক্র থেকে আক্রমণ দিলীপের