করোনার নিয়ম ভেঙে ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট থেকে বাদ ইংল্যান্ডের তারকা ক্রিকেটার

Jul 16, 2020, 14:17 PM IST
1/5

আজ থেকে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। তার আগে বড় ধাক্কা ইংরেজ শিবিরে।  

2/5

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই দল থেকে বাদ পড়লেন জোফ্রা আর্চার। সূত্রের খবর, করোনা ভাইরাসের জন্য যে জৈব সুরক্ষা নিয়ম, তা ভাঙার কারণেই বাদ পড়েছেন তিনি।  

3/5

 এই প্রসঙ্গে এক বিবৃতিতে আর্চার বলেছেন, " আমি যা করেছি তার জন্য দুঃখিত! আমি নিজের পাশাপাশি পুরো দলকেই বিপদে ফেলে ফেলেছি। আমি ভুল স্বীকার করে নিচ্ছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।"  

4/5

আপাতত তারকা অলরাউন্ডারকে পাঁচদিনের আইসোলেশন থাকতে হবে। এর মধ্যে দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হবে তাঁর। দুবারই পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এলে তখনই আইসোলেশন উঠবে আর্চারের।

5/5

এদিকে দ্বিতীয় টেস্টে জেমস অ্যান্ডারসন এবং  মার্ক উডকে বিশ্রাম দেওয়ায় ইংল্যান্ড শিবিরে পেস আক্রমণের অন্যতম ভরসা ছিলেন জোফ্রা আর্চার। কিন্তু বিধি ভেঙে বাদ পড়ায় চিন্তা জো রুটের কপালে।