আইসিসির টি২০-র সেরাদের তালিকায় বিরাট লাফ বুমরাহর
রবিবার প্রকাশিত হল টি২০ তে আইসিসির সেরাদের তালিকা। তাতে ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর পয়েন্ট ৭৯৯। ৭৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর পয়েন্ট ৭৪৫। বোলারদের তালিকায় ইমরান তাহিরকে এক নম্বর থেকে সরিয়ে সেই জায়গায় এলেন পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিম। দু'নম্বরে রয়েছেন ভারতের পেসার যশপ্রীত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির রয়েছেন তৃতীয় স্থানে।
ওয়েব ডেস্ক: রবিবার প্রকাশিত হল টি২০ তে আইসিসির সেরাদের তালিকা। তাতে ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর পয়েন্ট ৭৯৯। ৭৮৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। তৃতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁর পয়েন্ট ৭৪৫। বোলারদের তালিকায় ইমরান তাহিরকে এক নম্বর থেকে সরিয়ে সেই জায়গায় এলেন পাকিস্তানের স্পিনার ইমাদ ওয়াসিম। দু'নম্বরে রয়েছেন ভারতের পেসার যশপ্রীত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির রয়েছেন তৃতীয় স্থানে।
আরও পড়ুন টেস্ট থেকে কি এবার অবসর নেবেন এবি ডেভিলিয়ার্স?
টি২০-তে সেরা অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে রয়েছেন বাংলাদেশের শাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এবং তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্থানের মহম্মদ নবি। আর দল হিসেবে এক নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড রয়েছে দুইয়ে। তিন নম্বরে পাকিস্তান এবং ভারত রয়েছে চতূর্থ স্থানে।
আরও পড়ুন লোধার প্রস্তাবকে ফের বুড়ো আঙুল দেখিয়ে আসরে এন শ্রীনিবাসন