Zee News Exit Poll 2022: উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় বিজেপি, জোরাল ইঙ্গিত Zee Exit Poll-এ

 উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন এবার বিজেপির অ্যাসিড টেস্ট বলা যেতে পারে

Updated By: Mar 7, 2022, 09:44 PM IST
Zee News Exit Poll 2022: উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় বিজেপি, জোরাল ইঙ্গিত Zee Exit Poll-এ

নিজস্ব প্রতিবেদন: গোয়া ও উত্তরাখণ্ডে কিছুটা চাপে বিজেপি। তবে মণিপুরে অনেকটাই ভালো অবস্থায় গেরুয়া শিবির। কিন্তু বিজেপির চ্যালেঞ্জ যে জায়গায় সেই উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এমনটাই উঠে আসছে জি নিউজের(#ZeeExitPoll) বুথফেরত সমীক্ষায়। 

উত্তরপ্রদেশে ক্ষমতা ধরে রাখতে পারলে আগামী লোকসভা নির্বাচনে অনেকটাই এগিয়ে থাকবে গেরুয়া শিবির। জি একজিট পোল অনুয়ায়ী ৪০৩ আসনের উত্তরপ্রদেশ বিধানসভায় এবার যোগীর নেতৃত্বে বিজেপি পেতে পারে ২২৩ থেকে ২৪৮ আসন। তবে ২০১৭ সালের তুলনায় এবার বিজেপির আসন কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। সেই জায়গায় ঘুরে দাঁড়াতে চলেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। সপা-র ঝুলিতে যেতে পারে ১৩৮ থেকে ১৫৭ আসন। অন্যদিকে, লড়াইয়ের কোনও জায়গায় নেই কংগ্রেস। সোনিয়ার নেতৃত্বে কংগ্রেস পেতে পারে ৪-৯টি আসন। অন্যদিকে, বহেনজি মায়বতীর বসপা পেতে পারে ৫-১১ আসন।

ভোটের দফা অনুযায়ী #ZeeExitPoll-র ফল

প্রথম দফায় ৫৮ আসন

বিজেপি: ৩৪-৩৮
সপা: ১৯-২১
বসপা: ১-২ 
কংগ্রেস: ০
অন্যান্য : ০

দ্বিতীয় দফায় ৫৫ আসন

বিজেপি: ২১-২৩
সপা: ২৯-৩৩
বসপা: ১-২ 
কংগ্রেস: ০
অন্যান্য : ০

তৃতীয় দফায় ৫৯ আসন

বিজেপি:৩৮-৪২
সপা: ১৭-১৯
বসপা: ০ 
কংগ্রেস: ১-২
অন্যান্য : ০

চতুর্থ দফায় ৫৯

বিজেপি: ৪১-৪৫
সপা: ১৪-১৫
বসপা: ১-২ 
কংগ্রেস: ০
অন্যান্য : ০

পঞ্চম দফায় ৬১ আসন

বিজেপি: ৩৬-৪০
সপা: ১৮-২০
বসপা: ০ 
কংগ্রেস: ১-৩
অন্যান্য : ১-৩

ষষ্ঠ দফায় ৫৭ আসন

বিজেপি: ৩০-৩৪
সপা: ১৯-২২
বসপা: ১-৩ 
কংগ্রেস: ১-৩
অন্যান্য : ০

সপ্তম দফায় ৫৪ আসন

বিজেপি: ২৩-২৭
সপা: ২২-২৬
বসপা: ১-৩ 
কংগ্রেস: ১-২
অন্যান্য : ১-৩

উল্লেখ্য, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন এবার বিজেপির অ্যাসিড টেস্ট বলা যেতে পারে। ২০২১ বিধানসবা নির্বাচনে বাংলায় যে ফল করার কথা বিজেপি ভেবেছিল তা মুখ থুবড়ে পড়ছে। বিহারেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিরোধীরা। দক্ষিণে গুজরাট ও কর্ণাটক ছাড়া আর কোনওখানে ভালো অবস্থায় নেই গেরুয়া শিবির। ফলে কোনওভাবে গোয়া ও উত্তরাখণ্ডের মতো রাজ্য হাতছাড়া হয়ে গেলে বিজেপির ভরসা হয়ে থাকবে শুধুমাত্র যোগীর ইউপি। তাই উত্তরপ্রদেশই এখন বড় ভরসা মোদী-যোগী-নাড্ডারা।  

আরও পড়ুন-Zee Exit Poll: পঞ্জাবে ক্ষমতায় AAP, উত্তরাখণ্ড-গোয়ায় নড়বড়ে BJP, বলছে জি একজিট পোল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.