ডক্টর সুভাষ চন্দ্রের আত্মজীবনীর পাতায় পাতায় বিস্ফোরণ

বফর্স ডিলে ১০০ কোটির অফার। আম্বানিদের স্বার্থে ঘা দেওয়ার মাসুল। মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডকের প্রস্তাবে না। জি জয়পুর সাহিত্য উত্‍সবে ডক্টর সুভাষ চন্দ্রর কাছ থেকে এরকমই নানা অজানা কথা শোনার সুযোগ পেলেন পাঠকরা। গতকাল ডক্টর সুভাষ চন্দ্রর আত্মজীবনী প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বই প্রকাশ উপলক্ষ্যে আজ জয়পুরের সাহিত্য উত্‍সবে উপস্থিত ছিলেন এসেল গ্রুপের চেয়ারম্যান।

Updated By: Jan 21, 2016, 05:11 PM IST
ডক্টর সুভাষ চন্দ্রের আত্মজীবনীর পাতায় পাতায় বিস্ফোরণ

ওয়েব ডেস্ক: বফর্স ডিলে ১০০ কোটির অফার। আম্বানিদের স্বার্থে ঘা দেওয়ার মাসুল। মিডিয়া ব্যারন রুপার্ট মার্ডকের প্রস্তাবে না। জি জয়পুর সাহিত্য উত্‍সবে ডক্টর সুভাষ চন্দ্রর কাছ থেকে এরকমই নানা অজানা কথা শোনার সুযোগ পেলেন পাঠকরা। গতকাল ডক্টর সুভাষ চন্দ্রর আত্মজীবনী প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বই প্রকাশ উপলক্ষ্যে আজ জয়পুরের সাহিত্য উত্‍সবে উপস্থিত ছিলেন এসেল গ্রুপের চেয়ারম্যান।

ডক্টর সুভাষ চন্দ্রের আত্মজীবনীর পাতায় পাতায় বিস্ফোরণ। আলোচনার শুরুতে এম জে আকবরের এই মন্তব্যের পিছনে যে যুক্তি আছে তা গোড়াতেই বুঝে গেলেন শ্রোতারা। কী আছে দ্য জেড ফ্যাক্টরে? লেখকের নিজের মুখেই সে কথা শুনলেন পাঠকরা।

এ দেশের মিডিয়ার সঙ্গে জড়িয়ে আছে মানুষের আবেগ। তাই, রুপার্ট মার্ডকের অফার ফিরিয়ে দিতে দুবার ভাবেননি তিনি। জানিয়েছেন ডক্টর সুভাষ চন্দ্র।

ভবিষ্যত পরিকল্পনা কী? এসেল গ্রুপের চেয়ারম্যান জানান, দেশের বিভিন্ন প্রান্তে স্মার্ট ভিলেজ গড়ে তোলা তাঁর লক্ষ্য। যেখানে শুধু ইন্টারনেট নয়, শিক্ষা-স্বাস্থ্য-নিকাশির মতো প্রাথমিক চাহিদা থেকে বঞ্চিত হবেন না সাধারণ মানুষ। আয়ুর্বেদ সহ এশিয়ার নানা প্রাচীন চিকিত্‍সা পদ্ধতি, সারা বিশ্বের কাছে পৌছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান ডক্টর সুভাষ চন্দ্র।

Tags:
.