বিশাখাপত্তনম বিমানবন্দরে ছুরিকাহত ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগন

অন্ধ্রপ্রদেশ বিধানসভায় প্রধান বিরোধী দল ওয়াইএসআর কংগ্রসে। দলের প্রতিষ্ঠাতা ওয়াইএস রাজাশেখারার ছেলে জগন

Updated By: Oct 25, 2018, 05:22 PM IST
বিশাখাপত্তনম বিমানবন্দরে ছুরিকাহত ওয়াইএসআর কংগ্রেস প্রধান জগন

নিজস্ব প্রতিবেদন: বিমানবন্দরে আক্রান্ত জগন মোহন রেড্ডি। তাঁর বাঁ কাঁধের নীচে আঘাত লেগেছে। গ্রেফতার করা হয়েছে হামলাকারীকে।

আরও পড়ুন-গভীর জঙ্গলে উদ্ধার 'মহিলার' খুলি, পোশাক, হাড়গোড়! চাঞ্চল্য

বৃহস্পতিবার বিশাখাপত্তনম বিমানবন্দরে সেলফি তোলার অছিলায় জগনের দিকে এগিয়ে আসে এক যুবক। সে সময় তিনি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে হেঁটে যাচ্ছিলেন। জগনের কাছে এসেই ওই কর্মী জগনের ওপরে ঝাঁপিয়ে পড়ে। একটি ছুরির মতো অস্ত্র দিয়ে জগনের বাঁ কাঁধের নীচে বাহুতে আঘাত করে। ওই ধরেনর ছুরি সাধাররণ মোরগ লড়াইয়ে ব্যবহার করা হয়। হামলাকারী বিমানবন্দরের ক্যান্টিনের কর্মী বলে জানা যাচ্ছে।

হায়দরাবাদের বিমান ধরার জন্য জন্য এদিন বিশাখাপত্তনম বিমানবন্দরে আসেন জগন। ওই ঘটনায় ইতিমধ্যেই হামলাকারী যুবকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে যুবকের নাম শ্রীনিবাস।

আরও পড়ুন-বজবজে প্রতিমা বিসর্জনে গুলি চালনার ঘটনায় গ্রেফতার কাউন্সিলর

উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশ বিধানসভায় প্রধান বিরোধী দল ওয়াইএসআর কংগ্রসে। দলের প্রতিষ্ঠাতা ওয়াইএস রাজাশেখারার ছেলে জগন। ২০১১ সালে কংগ্রসে ছেড়ে ওয়াইএসআর কংগ্রস গঠন করেন ওয়াইএসআর। বিরোধী দলের প্রধানকে নিরাপত্তা না দিতে পারায় টিডিপিকে নিশানা করেছে ওয়াইএসআর। প্রাথমিক চিকতসার পর হায়দরাবাদ উড়ে যান জগন।

.