বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, ল্যাম্প পোস্টে যুবককে বেঁধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করল জনতা

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে ল্যাম্প পোস্টে বেঁধে অত্যাচার চালানো হল এক যুবকের উপর। অভিযুক্ত যুবকের সঙ্গে এক মহিলাকেও বেঁধে অপমান করে স্থানীয়রা।

Updated By: Nov 16, 2017, 11:37 PM IST
বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ, ল্যাম্প পোস্টে যুবককে বেঁধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করল জনতা

নিজস্ব প্রতিবেদন: বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে ল্যাম্প পোস্টে বেঁধে অত্যাচার চালানো হল এক যুবকের উপর। অভিযুক্ত যুবকের সঙ্গে এক মহিলাকেও বেঁধে অপমান করে স্থানীয়রা।

ঘটনাস্থল ওড়িশার মালকানগিরির ক্রুসিওয়াড়া। অভিযোগ, সেখানেই এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় এক যুবকের। সম্পর্ক ছেদ করতে বার বার চাপ দেওয়া সত্বেও পিছু হঠেননি মহিলা। এর পরই মহিলা ও তাঁর প্রেমিককে দেখে নেওয়ার হুমকি দেয় তারা।

আরও পড়ুন : 'আন্ডারওয়ার্ল্ডের টাকায় তৈরি পদ্মাবতী', ফের হুমকির মুখে বনশালীর সিনেমা 

সম্প্রতি যুবক মহিলার সঙ্গে দেখা করতে গেলে তাঁকে ধরে ফেলে স্থানীয়রা। ল্যাম্প পোস্টে বেঁধে অত্যাচার চালানো হয়। শুধু তাই নয়, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগে ওই যুবককে ৫ হাজার টাকা জরিমানা দেওয়ারও নিদান দেন মুরুব্বিরা।

সেই ভিডিও এরপর প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।

.