মুক্তিপণের টাকায় স্মার্টফোন কেনার স্বপ্নে এক শিশুকে অপহরণ করে খুন দিল্লি কিশোরের!

Updated By: Nov 29, 2014, 03:30 PM IST
মুক্তিপণের টাকায় স্মার্টফোন কেনার স্বপ্নে এক শিশুকে অপহরণ করে খুন দিল্লি কিশোরের!

মোবাইল, ট্যাব, আইফোন বা স্মার্টফোনের প্রতি নতুন প্রজন্মের আকর্ষণ কারও অজানা নয়। হাতের মুঠোয় দুনিয়াকে বন্দি করার সেই দুর্নিবার আকর্ষণ কত ভয়াবহ হতে পারে, এবার তার সাক্ষী হল দিল্লি। শুধুমাত্র স্মার্টফোন কেনার জন্য ছবছরের এক শিশুকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে।  

দিল্লির রঞ্জিতনগরের এই ঘটনায় স্তম্ভিত সারা দেশ। দেড় লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন। আর তা না মেলায় শেষমেশ খুন করে দেওয়া হয় ছবছরের ওই শিশুকে। বৃহস্পতিবার বাড়ির কাছেই খেলছিল ছবছরের গণেশ। কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পরেও ছেলে বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তার বাবা-মা। রাত সাড়ে নটা নাগাদ দেড় লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। কিন্তু পেশায় ফল বিক্রেতা বাবার পক্ষে সেই টাকা জোগাড় করা সম্ভব হয়নি। পুলিসের দ্বারস্থ হন তিনি। অপহরণকারীদের খোঁজ পেতে তদন্তও শুরু করেছিল পুলিস। কিন্তু গতকাল দিল্লির নারায়না এলাকার একটি পার্ক থেকে, গণেশের গলা কাটা দেহ উদ্ধার হয়। এই ঘটনায় সতেরো বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিস। জানা গেছে, স্মার্ট ফোন কেনার জন্য গণেশকে অপহরণ করেছিল সে।

.