Jharkhand: 'পবিত্র গাছ' কাটার অপরাধে যুবককে পিটিয়ে হত্যা, আগুন লাগানো হল শরীরে

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন যে সেই নির্দিষ্ট গাছগুলি তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে পবিত্র এবং সেগুলি কাটা নিষিদ্ধ

Updated By: Jan 5, 2022, 03:09 PM IST
Jharkhand: 'পবিত্র গাছ' কাটার অপরাধে যুবককে পিটিয়ে হত্যা, আগুন লাগানো হল শরীরে
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: ঝাড়খণ্ডের (Jharkhand) সিমডেগা (Simdega) জেলার বেসারাজরা (Besarajra) গ্রামের এক যুবককে মঙ্গলবার স্থানীয়রা গাছ কাটার অপরাধে পিটিয়ে হত্যা করেছে। গ্রামবাসীরা দাবি করে যে বিক্রির জন্য কাটা গাছগুলি পবিত্র এবং তাদের ক্ষতি করা নিন্দনিয় অপরাধ।

স্থানিয় যুবক সঞ্জু প্রধানকে হত্যা করার পরে বিক্ষুব্ধ গ্রামবাসীরা তার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে জানা গেছে।

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন যে সেই নির্দিষ্ট গাছগুলি তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে পবিত্র এবং সেগুলি কাটা নিষিদ্ধ। তবুও, সঞ্জু সেই গাছগুলি কাটতেন। গাছগুলি যে জমিতে ছিল সেটির মালিক ওই নির্দিষ্ট সম্প্রদায় এবং সেই জমিতে গাছ কাটা তাদের বিশ্বাসের পরিপন্থী।

আরও পড়ুন: Tripua: আগরতলায় আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু, অভিযোগের তীর BJP-র বিরুদ্ধে 

গ্রামবাসীরা দাবি করেছেন যে তারা বন দফতরের কাছে একাধিকবার অভিযোগ করেছেন, কিন্তু তাদের আর্জি কানে তোলা হয়নি।

দুদিন আগে সঞ্জু আবার কাঠের জন্য কয়েকটি গাছ কেটে ফেলে। এতে গ্রামবাসী ক্ষুব্ধ হয় এবং তারা একটি বৈঠক করেন। বৈঠকের পরেই, জনতা সঞ্জুর বাড়িতে ঢুকে পড়ে, তাকে টেনে বের করে নিয়ে যায় এবং তাকে মারধর করে তার শরীরে আগুন লাগিয়ে দেওয়া হয়।   

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.