তীর্থস্থান হল বৃন্দাবন, বারসানা; নিষিদ্ধ ডিম, মাংস, মদ

Updated By: Oct 28, 2017, 11:41 AM IST
তীর্থস্থান হল বৃন্দাবন, বারসানা; নিষিদ্ধ ডিম, মাংস, মদ

নিজস্ব প্রতিবেদন : শুক্রবার বৃন্দাবন ও বারসানাকে উত্তরপ্রদেশের তীর্থস্থান হিসেবে ঘোষণা করেছে যোগী সরকার। আর তারপরই এই দুই পবিত্র তীর্থস্থলে নিষিদ্ধ করা হল ডিম, মাংস ও মদ।

উত্তরপ্রদেশ সরকারের তরফে এক বিবৃতি জারি করে বলা হয়, বৃন্দাবন ও মথুরা হল ভগবান কৃষ্ণ ও বলরামের জন্মস্থান। অন্যদিকে বারসানা হল রাধার জন্মস্থান। লাখ লাখ পর্যটক ও ভক্তের সমাগম হয় এই স্থানগুলিতে। রাজ্যের পর্যটনে এই স্থানগুলির গুরুত্ব অপরিসীম। আর সেকারণেই এই দুটি স্থানকে তীর্থস্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়, এই দুই তীর্থস্থানের স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের উন্নয়নে বেশকিছু পরিকল্পনা নিতে চলেছে যোগী সরকার।

বৃন্দাবন ও বারসানা দুই-ই মথুরা জেলায় অবস্থিত। ইতিমধ্যেই এই দুই শহরের মধ্যে নিকাশী ব্যবস্থার উন্নয়নে ৩৫০ কোটি টাকা বরাদ্দ কেরছে কেন্দ্র। পাশাপাশি বারসানায় একটি রোপ-ওয়ে চালুরও পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে বৃন্দাবনে পুরনো মন্দিরগুলি সংস্কারেও পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্দির শহর বৃন্দাবনে প্রায় ৫০০০-এর বেশি মন্দির রয়েছে।

আরও পড়ুন, মহাকালের পুজোয় শুধুই পরিশ্রুত জল ঢালতে হবে ভক্তদের, নির্দেশ সুপ্রিম কোর্টের

.