প্যাটেলের থেকেও উঁচু রামের মূর্তি বসাবেন সপা নেতা আজম খান!

গুজরাটের নর্মদায় সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার উঁচু মূর্তির আবরণ উন্মাচন করেছেন প্রধানমন্ত্রী। এটিই বিশ্বের উচ্চতম মূর্তি

Updated By: Nov 4, 2018, 01:46 PM IST
প্যাটেলের থেকেও উঁচু রামের মূর্তি বসাবেন সপা নেতা আজম খান!

নিজস্ব প্রতিবেদন: সম্ভবত দীপাবলিতেই অযোধ্যায় রামের মূর্তি বসানের কথা ঘোষণা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ।  সূত্রের খবর, ওই মূর্তির উচ্চতা হবে ১৫১ মিটার। এনিয়ে আদিত্যনাথকে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টি নেতা আজম খান।

আরও পড়ুন-তিনসুকিয়া ঘটনার জের! কাছাড়ে ২ সন্দেহভাজন জঙ্গিকে পিটিয়ে মারল গ্রামবাসীরা

সংবাদসংস্থা এএনআইকে শনিবার আজম খান বলেন, ‘অযোধ্যায় রামের ১৫১ মিটার উঁচু মূর্তি বাসানোর পরিকল্পনা করেছেন আদিত্যনাথ। সম্ভবত ওই মূর্তি বসবে সরয়ূ নদীর তীরে। ওই মূর্তির উচ্চতা সর্দার বল্লভভাই প্যালের মূর্তির উচ্চতার থেকে বেশি হওয়া উচিত।‘

আজম খান আদিত্যনাথকে কটাক্ষ করতে গিয়ে আরও বলেন, ‘বল্লভভাই প্যাটেলের মূর্তি বসানোর সময় সবাই কেন এই দিকটা লক্ষ্য রাখল না যে রামের মূর্তির উচ্চতা প্যাটেলের মূর্তির থেকে বেশি হওয়া উচিত। সর্দারের মূর্তি বাসানের সময়ই তো এনিয়ে আপত্তি করা উচিত ছিল। রামপুরে আমি প্যাটেলের থেকেও উঁচু রামের মূর্তি বসাতে চাই।‘

আরও পড়ুন-ইরানের তেল কেনায় ভারতকে ছাড়; প্রধান কারিগর মোদী, দাবি পেট্রোলিয়াম মন্ত্রীর

উল্লেখ্য, লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাম মন্দির নির্মাণের পক্ষে সুর চড়েছে বিজেপির সহয়োগী দলগুলির মধ্যে। শুক্রবার আরএসএস জানিয়েছে দিয়েছে রাম মন্দির নির্মাণের জন্য অনন্তকাল অপেক্ষা করা যাবে না। কোনও কোনও নেতা এমনও হুমকি দিয়েছেন যে বাবরি ধ্বংসের সময়ে যেভাবে আন্দোলন হয়েছিল সেভাবেই ফের আন্দোলন শুরু হবে। এরকম এক অবস্থায় সম্ভবত অযোধ্যায় রামের একটি মূর্তি বসানোর কথা ঘোষণা করবেন যোগী আদিত্যনাথ।

উল্লেখ্য, ৩১ অক্টোবর গুজরাটের নর্মদায় সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার উঁচু মূর্তির আবরণ উন্মাচন করেছেন প্রধানমন্ত্রী। এটিই বিশ্বের উচ্চতম মূর্তি। নর্মদায় যে জায়গায় প্যাটেলর মূর্তি বসানো হয়েছে সেখানে ১২ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে রয়েছে একটি কৃত্তিম লেক। মূর্তির জন্য জায়গা নেওয়া হয়েছে ২০,০০০ বর্গ মিটার।

.