বন্দুকের ভাষাতেই জবাব দেব, হুঙ্কার যোগীর
প্রশাসনকে অভয় দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
নিজস্ব প্রতিবেদন: এনকাউন্টার বিতর্ক সত্ত্বেও কঠোর অবস্থান থেকে সরছেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর হুঙ্কার, যারা শুধু বন্দুকের ভাষা বোঝে, তাদের সেভাবেই জবাব দেওয়া হবে।
যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই উত্তরপ্রদেশে অপরাধী দমন অভিযান শুরু করেছে প্রশাসন। দিন কয়েক আগেই ৪৮ ঘণ্টায় উত্তরপ্রদেশের ১০টি জেলায় ১৫টি এনকাউন্টার করে পুলিস। মৃত্যু হয় এক মাফিয়ার। ধরা পড়ে ২৪ জন দাগী অপরাধী। মানবাধিকার কমিশনের চিঠিও গিয়েছে রাজ্য সরকারের কাছে। তবে তাতেও দমছেন না যোগী আদিত্যনাথ।
আরও পড়ুন- পশ্চিমবঙ্গের কর্মসংস্থানকে ঢাল করলেন নরেন্দ্র মোদী
যোগীর বার্তা, ''সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে শান্তিভঙ্গকারীদের ছাড়া হবে না। যারা বন্দুকের ভাষা বোঝে, তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হবে। প্রশাসনকে বলে দিয়েছি, এ বিষয়ে ভাবার কিছু নেই।''