যোগাসন 'নুনের মতো', আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মোদীর

জীবনে যোগ ব্যায়ামের গুরত্ব অনেকটা নুনের মতো, যোগ ব্যায়াম জীবনে নতুন মাত্রা যোগ করে, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, যোগ ব্যায়াম হল বিনামূল্যের স্বাস্থ্য বিমা। তবে শুধু স্বাস্থ্যই নয়, চিন্তা ভাবনার সুস্থতা আনতে পারে যোগ ব্যায়াম। মানবতার সঙ্কটমোচনেও এর গুরত্ব অপরিসীম বলে মনে করেন মোদী। 

Updated By: Jun 21, 2017, 09:10 AM IST
যোগাসন 'নুনের মতো', আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা মোদীর

ওয়েব ডেস্ক: জীবনে যোগ ব্যায়ামের গুরত্ব অনেকটা নুনের মতো, যোগ ব্যায়াম জীবনে নতুন মাত্রা যোগ করে, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, যোগ ব্যায়াম হল বিনামূল্যের স্বাস্থ্য বিমা। তবে শুধু স্বাস্থ্যই নয়, চিন্তা ভাবনার সুস্থতা আনতে পারে যোগ ব্যায়াম। মানবতার সঙ্কটমোচনেও এর গুরত্ব অপরিসীম বলে মনে করেন মোদী। 

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে লখনউয়ের রমাবাই আম্বেদকর ময়দানের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। বৃষ্টি মাথায় নিয়ে রাত দুটো থেকেই সেখানে হাজির হয়েছিলেন পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ। সকলের সঙ্গে যোগাভ্যাস করেন প্রধানমন্ত্রীও। হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। শুধু লখনউই নয়, আমেদাবাদে বাবা রামদেবের সঙ্গে অমিত শাহ, ভোপালে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকেও যোগাভ্যাস করতে দেখা যায় এদিন। (আরও জানুন- যোগ দিবসে শবাসনের সিদ্ধান্ত মন্দসৌরের রাজ্যের কৃষকদের)

.