ফাঁসি রদের আর্জি নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইয়াকুব মেমন
ফাঁসির সাজা রদের আর্জি নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইয়াকুব মেমন। আগামী তিরিশে জুলাই তার ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত। মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম চক্রীর দাবি, তার বিরুদ্ধে নিম্ন আদালতের ফাঁসির রায় বেআইনি। ফাঁসির একসপ্তাহ আগে আরও একবার ফাঁসির সাজা রদের আর্জি।
ব্যুরো: ফাঁসির সাজা রদের আর্জি নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইয়াকুব মেমন। আগামী তিরিশে জুলাই তার ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত। মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম চক্রীর দাবি, তার বিরুদ্ধে নিম্ন আদালতের ফাঁসির রায় বেআইনি। ফাঁসির একসপ্তাহ আগে আরও একবার ফাঁসির সাজা রদের আর্জি।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই আর্জি জানালেন উনিশশো তিরানব্বইয়ের মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত ইয়াকুব মেমন।
মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রী ইয়াকুবকে ইতিমধ্যেই ফাঁসির সাজা দেওয়া হয়েছে। এ মাসের তিরিশ তারিখ মেমনের ফাঁসি হওয়ার কথা।
২১ জুলাই দেশের শীর্ষ আদালতে তার আইনজীবী একই আবেদন করেছিলেন। কিন্তু সর্বোচ্চ আদালত তা খারিজ করে দেয়। তিরানব্বইয়ের মুম্বই বিস্ফোরণের দোষী সাব্যস্ত ইয়াকুবের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছিল টাডা কোর্ট।
ফাঁসি রদের শেষ আর্জি কিউরেটিভ পিটিশন দায়ের করে ইয়াকুব। চলতি মাসের একুশ তারিখ তাও খারিজ হয়ে যায়। ওই দিনই মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর রাওয়ের কাছে প্রাণভিক্ষার আর্জি জানান মেমন। তার আইনজীবীর অভিযোগ, সঠিক পদ্ধতি মেনে মৃত্যু পরোয়ানা জারি করেনি টাডা কোর্ট। এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের এক দম্পতির মৃত্যুদন্ড বাতিলের উদাহরণ টেনে ফের সুপ্রিম কোর্টে মৃত্যুদন্ড রদের আবেদন করেন আইনজীবীরা। বৃহস্পতিবার ইয়াকুব মেমনের সঙ্গে দেখা করতে নাগপুর সেন্ট্রাল জেলে যান তার পরিবার।