শাশুড়ির জন্য ছাগল বিক্রির টাকায় শৌচালয় গড়ে রাতারাতি বিখ্যাত ৮০ বছরের 'বৌমা'
আন্তর্জাতিক মাতৃ দিবসে নিজের শাশুড়িকে শ্রেষ্ট উপহার দিলেন উত্তরপ্রদেশের এক মহিলা। পাঁচটি ছাগল বিক্রি করে বাড়িতে তৈরি করে দিলেন শৌচালয়।
ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক মাতৃ দিবসে নিজের শাশুড়িকে শ্রেষ্ট উপহার দিলেন উত্তরপ্রদেশের এক মহিলা। পাঁচটি ছাগল বিক্রি করে বাড়িতে তৈরি করে দিলেন শৌচালয়।
কানপুরের কাছে এক গ্রামে থাকেন চন্দনা জ্বালাপ্রসাদ। তাঁর বয়স ৮০। শাশুড়ির বয়স ১০২। একবার প্রাকৃতিক ডাকে সাড়া দিতে মাঠে যান অতিবৃদ্ধা শাশুড়ি। রাস্তায় পড়ে গিয়ে পা ভেঙে যায় তাঁর। তারপরেই বাড়িতে শৌচালয় তৈরির উদ্যোগ নেন। কিন্তু, পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন কেউই তাঁর আবেদনে সাড়া দেয়নি। শেষে নিজের ছাগল বিক্রি করেই শৌচালয় তৈরি করে দেন শাশুড়িকে। চন্দনার উদ্যোগ সাড়া ফেলে দিয়েছে এলাকায়। জেলা প্রশাসন এখন ওই পরিবারকে পুরস্কৃত করার কথা ভাবছে। (আরও পড়ুন- বর্ষার মেঘ ঢুকল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে!)