মধ্যযুগীয় বর্বরতা, রাজস্থানে মহিলাকে অর্ধনগ্ন করে গাধার পিঠে চাপিয়ে ঘোরানো হল

মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী এবার বিজেপি শাসনাধীন রাজস্থানে।  খুনের অপবাদ দিয়ে এক মহিলাকে অর্ধনগ্ন গাধার পিঠে চাপিয়ে ঘোরানো হল।

Updated By: Nov 10, 2014, 11:06 PM IST
মধ্যযুগীয় বর্বরতা, রাজস্থানে মহিলাকে অর্ধনগ্ন করে গাধার পিঠে চাপিয়ে ঘোরানো হল

জয়পুর: মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী এবার বিজেপি শাসনাধীন রাজস্থানে।  খুনের অপবাদ দিয়ে এক মহিলাকে অর্ধনগ্ন গাধার পিঠে চাপিয়ে ঘোরানো হল।

রাজস্থানের রাজসামনাদ জেলায় বছর ৪০-এর এক মহিলাকে খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে অর্ধনগ্ন করে গাধার পিঠে চাপিয়ে ঘোরানোর অভিযোগ উঠল ওই অঞ্চলের কিছু পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।

গতকাল নিগৃহীতার স্বামীর অভিযোগের ভিত্তিতে ৩৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কংগ্রেসের তরফ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে।

অন্যদিকে, সদ্য গঠিত হরিয়াণা কংগ্রেসের বিধানসভার নেত্রী কিরণ চৌধুরী নারনাউলে এক ৯ বছরের কিশোরীর ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন। স্থানীয় পুলিস প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তারও অভিযোগ এনেছেন তিনি।   

 

.