প্রাণ বাঁচাতে খালি হাতে চিতাবাঘের সঙ্গে যুদ্ধ করে জিতলেন উত্তরাখণ্ডের সাহসিনী
প্রাণ বাঁচাতে চিতা বাঘের সঙ্গে খালি হাতে যুদ্ধ করে বাঘটিকে মারতে বাধ্য হলেন উত্তরাখণ্ডের এক মহিলা।
Updated By: Aug 26, 2014, 01:03 PM IST
দেরাদুন: প্রাণ বাঁচাতে চিতা বাঘের সঙ্গে খালি হাতে যুদ্ধ করে বাঘটিকে মারতে বাধ্য হলেন উত্তরাখণ্ডের এক মহিলা।
রবিবার নিজের জমিতে কাজ করছিলেন বছর ৫৬-এর কমলা নামের ওই মহিলা। সেই সময় হঠাৎই একটি চিতাবাঘ তাঁকে আক্রমণ করে।
উত্তরাখণ্ডের গারওয়াল অঞ্চলে চিতাবাঘের সংখ্যা ক্রমবর্ধমান। যার ফলে ওই অঞ্চলে পাল্লা দিয়ে বাড়ছে মানুষ-পশু দ্বন্ধ।
বাঘটি আক্রমণ করলে সাহায্যের জন্য চিৎকার শুরু করেন কমলা। তার সঙ্গেই সঙ্গে থাকা পুঁচকে চাষের সরঞ্জাম নিয়ে ভয়ঙ্কর চিতা বাঘের সঙ্গে অসম লড়াই লড়ে যান। গ্রামবাসীরা কমলাকে উদ্ধার করতে এসে দেখতে পান তিনি গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। আর পাশে পড়ে আছে মৃত চিতাবাঘের দেহ।
কমলা বর্তমান স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।