শ্রীনগরে প্রথম মহিলা আইজি! জঙ্গি নিধনে CRPF-এর নেতৃত্ব দেবেন চারু

এবার প্রথম মহিলা হিসেবে সেই সেক্টরেরই আইজি হলেন আইপিএস চারু।

Updated By: Sep 1, 2020, 08:03 PM IST
শ্রীনগরে প্রথম মহিলা আইজি! জঙ্গি নিধনে CRPF-এর নেতৃত্ব দেবেন চারু
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সময়টা একবিংশ শতাব্দী, কোনও অংশেই পিঁছিয়ে নেই মহিলারা। নারী শক্তির জয়জয়কার সর্বত্র। এবার জঙ্গি নিধনে শ্রীনগরের সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সের(CRPF) ইনসপেক্টর জেনারেলের(IG) পদ সামলাতে চলেছেন চারু সিনহা। জম্মু ও কাশ্মীরের অধিক জঙ্গি কার্যকলাপ পরিলক্ষিত হয় শ্রীনগর সেক্টরে। এবার প্রথম মহিলা হিসেবে সেই সেক্টরেরই আইজি হলেন আইপিএস চারু।

এর আগে সিআরপিএফ বিহারের আইজি পদ সামলেছেন চারু। তাঁর নেতৃত্বে একাধিক নকশাল বিরোধী অভিযানে সফল হয়েছে বাহিনী। তারপরে তিনি আইজি হিসেবে সামলেছেন সিআরপিএফের জম্মু সেক্টরকে। এবার ইনসপেক্টর জেনারেল হলেন শ্রীনগর সেক্টরের।

শ্রীনগর সেক্টর উপত্যকার বডগাম, গোন্ডারবাল এবং শ্রীনগর জেলা-সহ লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলে কার্যক্রম চালায়। এবার থেকে প্রত্যেক অভিযানের নেতৃত্ব দেবেন চারু সিনহা। চারু সিনহার জায়গায় জম্মু সিআরপিএফের নতুন আইজি হয়েছেন পিএস রণপিস। এছাড়াও বদল এসেছে সিআরপিএফের অন্য সেক্টরগুলিতেও।

আরও পড়ুন: তিন দশক পুলিসের নাগালের বাইরে, এবার আত্মসমর্পণ করতে চান মাওবাদী নেতা গণপতি!

.