বাজেটে মুখ ভার মহিলাদের

একটা সমঝোতা চাইছেন? চট করে স্ত্রীর জন্য কোনও সোনার গয়না, কিম্বা ব্র্যান্ডেড কাপড় বা জামা কিনে শান্তির সাদা পতাকা ওড়াতে চান? কিন্তু এবার সে গুড়ে বালি। বাজেটে সোনা আরও দামি হয়েছে। পাশাপাশি দামি হয়েছে ব্র্যান্ডেড কাপড় জামা। এমনকী রেস্তোরাঁয় নিয়ে গিয়ে যে স্ত্রীর মানভঞ্জন করবেন,  সেখানেও খরচ বাড়বে।

Updated By: Feb 29, 2016, 09:16 PM IST
বাজেটে মুখ ভার মহিলাদের

ওয়েব ডেস্ক: একটা সমঝোতা চাইছেন? চট করে স্ত্রীর জন্য কোনও সোনার গয়না, কিম্বা ব্র্যান্ডেড কাপড় বা জামা কিনে শান্তির সাদা পতাকা ওড়াতে চান? কিন্তু এবার সে গুড়ে বালি। বাজেটে সোনা আরও দামি হয়েছে। পাশাপাশি দামি হয়েছে ব্র্যান্ডেড কাপড় জামা। এমনকী রেস্তোরাঁয় নিয়ে গিয়ে যে স্ত্রীর মানভঞ্জন করবেন,  সেখানেও খরচ বাড়বে।

বাজেটে মুখ ভার মহিলাদের। একি হাল হল বাজেটের। না রেস্তোরাঁয় ছাড় না বিউটি পার্লারে। বরং খরচ বাড়ছে। স্বপ্ন ছিল এবার বাজেটের পর পুরনো গাড়িটা বদলে নতুন বড় গাড়ি নেবেন। সেখানেও বাড়াবাড়ি, দাম বাড়ছে। বাজেটে আরও দামি হল সোনা,  হীরা। দাম বেড়েছে ব্র্যান্ডেড জামা কাপড়েও।

.