বেহাল স্বাস্থ্য পরিকাঠামো, বাইকে চাপিয়ে শ্মশানে মায়ের মৃতদেহ নিয়ে গেলেন ছেলে-জামাই
রিপোর্টের জন্য অপেক্ষা করতে করতে চিকিৎসা পাওয়া হল না। কিন্তু, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে সব শেষ।
নিজস্ব প্রতিবেদন: করোনায় মর্মান্তিক দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত দেশ। আঁতকে ওঠার মতো ঘটনা। যা দেখে থমকে যেতে হচ্ছে। এবার অন্ধ্রপ্রদেশের রাস্তায় শিউড়ে উঠলেন মানুষ। অ্যাম্বুলেন্স মেলেনি, এমনকি ঠেলা গাড়িও নয়। তাই এক মহিলার মৃতদেহ বাইকে চাপিয়ে শ্মশানে নিয়ে গেল পরিবার। শ্রীকাকুলামের এই ঘটনা বুঝিয়ে দিচ্ছে দেশের স্বাস্থ্য পরিকাঠামো ঠিক কোন জায়গায়! শব্দে-বাক্যে যার বহিঃপ্রকাশের প্রয়োজন নেই। ছবিই বলে দিচ্ছে সবটা।
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার মাণ্ডাসা মণ্ডল গ্রামের বাসিন্দা ইনি। বয়স ৫০। বেশ কয়েকদিন ধরেই করোনার উপসর্গ প্রকট হয়ে উঠেছিল তাঁর শরীরে। করোনা পরীক্ষা করা হয়। কিন্তু রিপোর্টের জন্য অপেক্ষা করতে করতে চিকিৎসা পাওয়া হল না। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে সব শেষ।
আরও পড়ুন: মৃত্যু সংখ্যায় রেকর্ড, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন
এরপর মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য ছেলেরা গাড়ি বা অ্যাম্বুলেন্সের খোঁজ করেন। কিন্তু কোথায় কি! অনেকক্ষণ অপেক্ষার পর মাকে বাইকে চাপিয়ে শেষকৃত্য করতে নিয়ে গেলেন ছেলে ও জামাই। ছেলের পিঠের উপর মায়ের নিথর দেহ। পিছন থেকে সামলাচ্ছেন জামাই।
গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে আক্রান্ত হয়েছেন ১১,৪৩৪ জন। মৃত্যু হয়েছে ৬৪ জনের। সুস্থ হয়েছেন ৭০৫৫ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৪৩১৫ জন। আর এতেই নাজেহাল স্বাস্থ্য পরিকাঠামো।