বিজয় রূপানিই হবেন গুজরাটের মুখ্যমন্ত্রী!

গুজরাটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সিংহাসনে বসলেও কংগ্রেসের উত্থান কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে। বিজেপি সূত্রে খবর, দলীয় কর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রুখতে ব্যর্থ বিজয় রূপানি। সংগঠনের রাশ নিজের হাতে না থাকায় ফলাফল ভাল হয়নি এমন অভিযোগও উঠেছে বিজয় রূপানির বিরুদ্ধে।

Updated By: Dec 20, 2017, 12:33 PM IST
বিজয় রূপানিই হবেন গুজরাটের মুখ্যমন্ত্রী!
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বিজয় রূপানিকেই রাখা হবে গুজরাটের মুখ্যমন্ত্রী পদে। এমন খবর পাওয়া যাচ্ছে বিজেপির ঘনিষ্ঠমহল থেকে। বুধবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে যদিও গুজরাটে মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি। বৈঠক শেষে অরুণ জেটলি, রাজনাথ সিংয়ের মতো শীর্ষ নেতাদের একান্ত আলোচনায় বিজয় রূপানির নাম উঠে আসছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- গুজরাট বিজয়ের পরও মুখ্যমন্ত্রী বদল! দৌড়ে রয়েছেন স্মৃতি

গুজরাটে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সিংহাসনে বসলেও কংগ্রেসের উত্থান কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিজেপির কাছে। বিজেপি সূত্রে খবর, দলীয় কর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রুখতে ব্যর্থ বিজয় রূপানি। সংগঠনের রাশ নিজের হাতে না থাকায় ফলাফল ভাল হয়নি এমন অভিযোগও উঠেছে বিজয় রূপানির বিরুদ্ধে। রূপানিকে সরিয়ে গুজরাটে মোদীর 'বিকল্প' হিসাবে জনমোহনী মুখ আনার চিন্তভাবনা করা হচ্ছে। সেক্ষেত্রে দৌড়ে এগিয়ে রয়েছেন নীতীশ প্যাটেল, কেন্দ্রীয় সড়ক পরিবহণ প্রতিমন্ত্রী মনসুখ মান্দাভিয়া, গুজরাট বিধানসভার প্রাক্তন স্পিকার বাজুভাই ভালা। স্মৃতি ইরানির নামও উঠে আসছে।

আরও পড়ুন- গুজরাট মডেল ফাঁপা, বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন প্রধানমন্ত্রী, বললেন রাহুল

বিজেপির শীর্ষ নেতাদের অনেকে আবার বিজয় রূপানির উপর আস্থা রাখছেন। তাঁদের দাবি, জাতিভেদের উর্ধ্বে উঠে মুখ্যমন্ত্রীত্ব সামলেছেন  রূপানি। সেক্ষেত্রে রূপানির গ্রহণযোগ্যতা সমাজের সব স্তরেই অক্ষুন্ন থাকবে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যেই গুজরাটের 'মুখ' নির্বাচন করে ফেলবে কেন্দ্র বিজেপি। এখন দেখার মুখ্যমন্ত্রীর প্রত্যাবর্তন না পরিবর্তনের পথে হাঁটে অমিত-মোদীরা।

.