বাংলাদেশি অনুপ্রবেশকারীদের 'উইপোকা' বলে কটাক্ষ করলেন অমিত শাহ

সম্প্রতি জাতীয় নাগরিকপঞ্জীর দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়েছে। তাতে বাদ পড়েছে প্রায় ৪০ লক্ষ নাম। বিজেপি সরকারের এই পদক্ষেপের চরম বিরোধ করেছে বিরোধী দলগুলি। তাদের দাবি, এভাবে মুসলিমদের এদেশে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি।

Updated By: Sep 22, 2018, 06:38 PM IST
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের 'উইপোকা' বলে কটাক্ষ করলেন অমিত শাহ

নিজস্ব প্রতিবেদন: এনআরসি প্রসঙ্গে এবার সোজা ব্যাটে খেললেন বিজেপি সভাপতি অমিত শাহ। ভারতে বসবাসকারী বাংলাদেশীদের সরাসরি 'উইপোকা' বলে কটাক্ষ করলেন তিনি। বললেন, খুব তাড়াতাড়ি এদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে।

ডিসেম্বরে রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে শনিবার সেরাজ্যের সওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুরে এক জনসভায় বক্তব্য রাখছিলেন অমিত শাহ। সেখানে তিনি বলেন, 'এনআরসি প্রকাশিত হলেই প্রতিটি অনুপ্রবেশকারী চিহ্নিত হয়ে যাবে।' একই সঙ্গে শাহ বলেন, 'খুব তাড়াতাড়ি এই উইপোকাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে।' 

ক্ষমতায় ফেরা নিশ্চিত! ওড়িশায় সার কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ইঙ্গিত মোদীর

সম্প্রতি জাতীয় নাগরিকপঞ্জীর দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়েছে। তাতে বাদ পড়েছে প্রায় ৪০ লক্ষ নাম। বিজেপি সরকারের এই পদক্ষেপের চরম বিরোধ করেছে বিরোধী দলগুলি। তাদের দাবি, এভাবে মুসলিমদের এদেশে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি।

এদিন কংগ্রেসকেও এক হাত নেন অমিত শাহ। বলেন, 'কংগ্রেসের না নেতা আছে না নীতি আছে। বিজেপি কী করেছে তার কৈফিয়ত চাওয়ার আগে রাহুল গান্ধীর উচিত তাঁর পরিবার গত ৪ দশকে দেশের জন্য কী করেছে তার খতিয়ান তুলে ধরা।' 

  

.