ওয়েব ডেস্ক: বন্ধুদের সঙ্গে মজা করতে আমরা সকলেই ভালোবাসি। প্রায়ই একলা ঘরে থাকা কোনও বন্ধুর সঙ্গে মজা করে থাকি। আপনিও নিশ্চয়ই আপনার বন্ধুদের সঙ্গে কখনও না কখনও মজা করেছেন। এরকমই একটা মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখলে আপনিও খুব মজা পাবেন আবার ভয়ও পাবেন।
ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বইয়ের একটা নাচের স্কুল। সেখানে অনেক ছেলেমেয়েই আসে। একদিন হঠাত্ একটি ছেলে ঘরে ঢুকে দেখতে পায় রক্তমাখা চাদর চাপা দিয়ে কী যেন একটা মেঝেতে পড়ে রয়েছে। সে সেদিকে দেখতে এগিয়ে যেতেই তার দিকে হঠাত্ তেড়ে এলো ওই চাদর মুড়ি দেওয়া জিনিসটি। তারপর...
ভিডিওতে দেখে নিন তারপর কী হল-
English Title:
WHY PEOPLE IN FEAR TO STAY THIS ROOM
News Source:
Home Title:
সবাই ঘরে ঢুকছে, সঙ্গে সঙ্গে চিত্কার করে দৌড়ে বেড়িয়ে আসছে, কেন?
Yes
Is Blog?:
No
Section: