এখন সিঙ্গুরে জমির কি প্রয়োজন? টাটাকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার শুনানিতে কিছুটা ধাক্কা খেল টাটা মোটর্স। কারখানা চলে গেছে গুজরাতে, এখন তাহলে জমির প্রয়োজন কি? এমন প্রশ্নই টাটা মোটর্সের আইনজীবীকে করে সুপ্রিম কোর্ট। এই মামলার হবে পরবর্তী শুনানি ১৩ আগস্ট।

Updated By: Jul 10, 2013, 11:38 AM IST

সিঙ্গুর মামলায় জমি সংক্রান্ত বিষয়ে টাটা মোটর্সকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। আজ সর্বোচ্চ আদালতে টাটা মোটর্সের আইনজীবীকে প্রশ্ন করা হয়। শীর্ষ আদালতের বক্তব্য, টাটা মোটর্স সিঙ্গুরের জমি ছেড়ে চলে গিয়েছে। গুজরাটে তাদের নতুন কারখানাও হয়েছে। তাহলে এখন সিঙ্গুরের জমির কী প্রয়োজন রয়েছে? টাটা মোটর্সের আইনজীবীর কাছে আজ এপ্রশ্নই রেখেছে আদালত। ১৩ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে।

.