হনুমান জয়ন্তীতে জানুন, হনুমানকে কেন সিঁদুর দেওয়া হয়?
আজ হনুমান জয়ন্তী। বীর হনুমানের জন্ম জয়ন্তীতে হনুমান সম্পর্কে এক অজানা তথ্য।
Updated By: Apr 22, 2016, 04:26 PM IST
ওয়েব ডেস্ক: আজ হনুমান জয়ন্তী। বীর হনুমানের জন্ম জয়ন্তীতে হনুমান সম্পর্কে এক অজানা তথ্য।
হনুমানকে কেন সিঁদুর দেওয়া হয়?
পুরাণে বলা হয়, একদিন সীতাকে সিঁদুর পড়তে দেখে হনুমান সীতাকে জিজ্ঞেস করেন তিনি কেন সিঁদুর পড়ছেন? উত্তরে সীতা হনুমানকে জানিয়েছিলেন, ঈশ্বর রামের দীর্ঘায়ুর জন্যই সিথিতে সিঁদুর পড়েন তিনি। হনুমান তখন ভাবেন যদি সিঁদুরই তাঁর ঈশ্বরের (রাম) দীর্ঘায়ুর চাবিকাঠি হয় তাহলে তিনিও সিঁদুর পড়বেন। তাই সীতার কথা শুনেই নিজের পুরো শরীরেই সিঁদুর মেখে নেন হনুমান।
এরপর থেকেই হনুমান ভক্তরা মনে করেন, বীর হনুমানকে সিঁদুর দান করলে তিনি সেই সিঁদুর নিজের গায়ে মাখেন এবং ভক্তের সমস্ত ইচ্ছে পূরণ করে দেন।