২০২৪-এ Modi-র বিরুদ্ধে প্রধানমন্ত্রী মুখ কে? যা বললেন Mamata
কথা কম, কাজ বেশি করতে ভালবাসি: মমতা
নিজস্ব প্রতিবেদন: ২০২১-এ বাংলা জয়ের পর মমতা বন্দ্য়োপাধ্য়ায়র (CM Mamata Banerjee) লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন। রাজধানীর তখত থেকে নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) উৎখাত করা। কিন্তু মোদীর বিরুদ্ধে বিরোধীদের প্রধানমন্ত্রী মুখ কে? বিজেপির (BJP) মতো রেজিমেন্টেড ফোর্সের বিরুদ্ধে কাকে সামনে রেখে লড়়বেন বিরোধীরা। মুম্বইয়ে বিশিষ্টদের সঙ্গে সাক্ষাতে সেই উত্তর দিলেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী।
বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়ে দিল্লি, গোয়া, মুম্বই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। সম-মনোভাবাপন্ন বিরোধী দলগুলোর সঙ্গে কথা বলছেন তিনি। বিজেপি (BJP) বিরোধী জোট তৈরিতে অনুঘটকের ভূমিকা পালন করছেন তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো। বুধবার বিশিষ্টদের সামনে তিনি বলেন, "আমার লক্ষ্য বিজেপিকে (BJP) দেশছাড়া করা। বিজেপিকে (BJP) সম্পূর্ণভাবে দেশ থেকে হঠানো। অগণতান্ত্রিক সরকারকে উৎখাত করা। বিজেপির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়তে হবে। সমগ্র আঞ্চলিক দল একজোট হবে বিজেপিকে (BJP) হারানো সহজ হবে। বিজেপিকে (BJP) বোল্ড আউট করতে হবে।"
এত কিছুর পর স্বভাবতই একটা প্রশ্ন ওঠে, তাহলে কী ২০২৪-এ মোদীর বিরুদ্ধে লড়াইয়ে প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)? বুধবার বিশিষ্টদের মধ্য থেকেও তৃণমূল নেত্রীকে সেই প্রশ্নই করা হয়। ঠান্ডা মাথায় উত্তর মমতা। তাঁর জবাব, "কে প্রধানমন্ত্রী হবেন সেটা পরের বিষয়। আগে আমাদের বিজেপিকে (BJP) হঠাতে হবে। আমারা বিজেপিকে বোল্ড আউট করতে হবে। চিন্তা করবেন না। তারপর স্বাভাবিক নিয়মেই সব ঠিক হয়ে যাবে।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও (PM Narendra Modi) কটাক্ষ করেন মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। তাঁর তোপ, নির্বাচন এলেই ভয় পান মোদীজি। সামনে উত্তরপ্রদেশ নির্বাচন সেজন্য পেট্রল-ডিজেলের দাম কমানো হয়েছে। কৃষি বিল প্রত্যাহার হয়েছে।
আরও পড়ুন: 'লক্ষ্য BJP-কে বোল্ড আউট করা', মুম্বইয়ে Mamata-র মুখে খেলা হবে 'স্লোগান'
আরও পড়ুন: Petrol Price Drop: এক ধাক্কায় ৮ টাকা কমল পেট্রলের দাম, কার্যকর আজ মধ্যরাত থেকে