এ বছরের মিটার ইন্ডিয়া কে হলেন জানেন?
এ বছরের অর্থাত্, ২০১৬-এর পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় জিতলেন বেঙ্গালুরুর বিষ্ণু রাজ এস মেনন। প্রতিযোগিতার শেষে বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করলেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে বীরেন বর্মন এবং আলতামাস ফরাজ। তাঁরা দুজনেই দিল্লির প্রতিযোগী।
ওয়েব ডেস্ক: এ বছরের অর্থাত্, ২০১৬-এর পিটার ইংল্যান্ড মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় জিতলেন বেঙ্গালুরুর বিষ্ণু রাজ এস মেনন। প্রতিযোগিতার শেষে বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করলেন বলিউড অভিনেতা ঋত্বিক রোশন। প্রতিযোগিতায় দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে বীরেন বর্মন এবং আলতামাস ফরাজ। তাঁরা দুজনেই দিল্লির প্রতিযোগী।
আরও পড়ুন কী করে মাঝ গঙ্গায তলিয়ে গেল রৌণক সাহা?
প্রতিযোগিতার শেষ ১৬ জনকে নিয়ে ছিল চূড়ান্ত পর্ব। আর সেখানে সবাইকে টেক্কা দিয়ে পিটার ইংল্যান্ড ২০১৬-র মিস্টার ইন্ডিয়া শিরোপা জিতে নেন বিষ্ণু রাজ এস মেনন। ঋত্বিক রোশন অনুষ্ঠান শেষে গর্বিতভাবে বলেন, 'দারুণ লাগছে। এটা শুধু এমন কোনও প্রতিযোগিতা নয়, যেখানে জেতার জন্য দেখতে সুন্দর হতে হবে। বরং, দেখার পাশাপাশি চারিত্রিক দৃঢ়তাও থাকাটা প্রয়োজন।'