সাংবিধানিক কাঠামোর মধ্যেই রামমন্দির প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বিজেপির ইশতাহারে

প্রত্যাশামতোই উন্নয়নের আশ্বাস দিয়ে নির্বাচনী ইশতাহার প্রকাশ করল দেশের প্রধান বিরোধী দল বিজেপি। তবে রামমন্দিরের মতো উগ্র হিন্দুত্বের ইস্যুকে একেবারে বাতিল করে দেওয়া হয়নি। বলা হয়েছে সাংবিধানিক কাঠামোর মধ্যেই রামমন্দির প্রতিষ্ঠা করা হবে। গ্রামীন শিক্ষা ও কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে। বুলেট ট্রেন চালাতে রেলে চতুর্ভুজ প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Updated By: Apr 7, 2014, 10:51 AM IST

প্রত্যাশামতোই উন্নয়নের আশ্বাস দিয়ে নির্বাচনী ইশতাহার প্রকাশ করল দেশের প্রধান বিরোধী দল বিজেপি। তবে রামমন্দিরের মতো উগ্র হিন্দুত্বের ইস্যুকে একেবারে বাতিল করে দেওয়া হয়নি। বলা হয়েছে সাংবিধানিক কাঠামোর মধ্যেই রামমন্দির প্রতিষ্ঠা করা হবে। গ্রামীন শিক্ষা ও কর্মসংস্থানে জোর দেওয়া হয়েছে। বুলেট ট্রেন চালাতে রেলে চতুর্ভুজ প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিদেশ থেকে কালো টাকা ফেরত আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিটি রাজ্যে এইমস তৈরির প্রস্তাব। কর ব্যবস্তার সরলীকরণের প্রতিশ্রুতি। খুচরো ব্যবসা ছাড়া বিদেশী বিনিয়োগ স্বাগত জানানো হয়েছে।

অভিন্ন দেওয়ানি বিধির ক্ষেত্রেও সুর নরম করা হয়েছে। সংবিধানের ৩৭০ ধারা সরাসরি বাতিল নয়, তা নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে। দিল্লিতে আজ বিজেপির নির্বাচনী ইশতাহার প্রকাশ করেন দলের প্রবীণ নেতা মুরলি মনোহর যোশী।

ইশতাহারে আট দফা উন্নয়নের মডেল রাখা হয়েছে। নতুন মূল স্লোগান- এক ভারত, শ্রেষ্ঠ ভারত। একইসঙ্গে রাখা হয়েছে সর্বাত্মক উন্নয়নের প্রতিশ্রুতি। খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়া হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে ইশতাহারে। তবে বিনিয়োগ টানতে কর কাঠামো সংস্কারের আশ্বাস দেওয়া হয়েছে। ইউপিএ সরকারকে কটাক্ষ করে ইশতাহারে দেওয়া হয়েছে নীতিপঙ্গুত্ব এবং দুর্নীতি দূরীকরণ এবং শাসন ব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতি। বিচারবিভাগীয় ও নির্বাচনী ব্যবস্থায় সংস্কারের প্রতিশ্রুতিও রাখা হয়েছে।

.