নোট বাতিল ঘোষণার পর কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক

নতুন নোট তৈরির জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কের কাছে নতুন নোট যথেষ্টই রয়েছে। বাড়তি নোটের চাহিদা মেটানোর জন্য তৈরি রিজার্ভ ব্যাঙ্ক। জানালেন RBI-এর গভর্ণর উর্জিত প্যাটেল।

Updated By: Nov 8, 2016, 09:38 PM IST
নোট বাতিল ঘোষণার পর কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক

ওয়েব ডেস্ক: নতুন নোট তৈরির জন্য আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কের কাছে নতুন নোট যথেষ্টই রয়েছে। বাড়তি নোটের চাহিদা মেটানোর জন্য তৈরি রিজার্ভ ব্যাঙ্ক। জানালেন RBI-এর গভর্ণর উর্জিত প্যাটেল।

আরও পড়ুন- তাহলে পুরনো ৫০০, ১০০০ টাকার নোটগুলোর কী হবে

নতুন পাঁচশো ও দুহাজার টাকার নোট কেমন হবে তা দেখালেন কেন্দ্রের অর্থনীতি বিষয়ক দফতরের সচিব শক্তিকান্ত দাস। নগদ লেনদেনের ক্ষেত্রে মানবিক কারণে কিছু ক্ষেত্রকে পাঁচশো ও হাজার টাকা লেনদেনে ছাড় দেওয়া হচ্ছে। ভাষণে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

পুরনো পাঁচশো টাকার নোট বাতিল করে চালু হবে নতুন পাঁচশো টাকার নোট। চালু হবে দুহাজার টাকার নতুন নোটও। ভাষণে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

.