বাঘিনী কার! ভাইরাল হল দুই বাঘের আধিপত্য কায়েমের লড়াইয়ের ভিডিয়ো

জাতীয় উদ্যানের জয়সিংপুরা এলাকার এক বাঘিনীর সন্তান ওই দুই পূর্ণ বয়স্ক বাঘদুটি 

Updated By: Oct 17, 2019, 03:49 PM IST
বাঘিনী কার! ভাইরাল হল দুই বাঘের আধিপত্য কায়েমের লড়াইয়ের ভিডিয়ো

নিজস্ব প্রতিবেদন: চিড়িয়াখানায় বাঘ আমরা অনেকেই দেখেছি। কিন্তু দুটি বাঘের লড়াই দেখার সুযোগ অনেকেই হয়নি। তাও আবার এক বাঘিনীর দখল নিয়ে। সেরকম এক লড়াই দেখলেন রাজস্থানের সোয়াই মাধেপুরের রণথম্ভোর জাতীয় উদ্যানের পর্যটকরা। সেই ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

পড়ুন-সৌদির মক্কা যাওয়ার পথে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৩৫, আহত ৪

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার প্রবীণ কাসওয়ান বুধবার ওই ভিডিয়োটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। রণথম্ভোর জাতীয় উদ্যানের এক গাইডের তরফে সংবাদমাধ্যমের খবর, এক বাঘিনীর দখল নিয়ে দুটি বাঘের মধ্যে ভয়ঙ্কর লড়াই বেধে যায়।

জাতীয় উদ্যানের জয়সিংপুরা এলাকার শর্মীলি নামে এক বাঘিনীর সন্তান ওই দুই পূর্ণ বয়স্ক বাঘদুটি। এদের নাম সিংঘেষ ও রকি। নূর নামে এক বাঘিনীর প্রতি আসক্ত ছিল দুজনেই। ওই নূরের দখল নিয়েই শুরু হয়ে যায় ওই ভয়ঙ্কর লড়াই।

পড়ুন-মৌসুমি বায়ু বিদায় নিলেও আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা  

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে নূরের সামনেই দুই ভাই একে অপরের ওপরে ঝাঁপিয়ে পড়ে। কাসওয়ান জানিয়েছেন ওই লড়াইয়ে কেউই তেমন আহত হয়নি। তবে শেষ পর্যন্ত জিতে যায় সিংঘেষ।

.