কালো টাকা নেওয়ার অভিযোগকে আপের বিরুদ্ধে হাতিয়ার করল বিজেপি

কালো টাকা নেওয়ার অভিযোগকে আপের বিরুদ্ধে হাতিয়ার করল বিজেপি। তাদের অভিযোগ, চারটি ভূয়ো কোম্পানির থেকে অন্তত দুকোটি টাকা পকেটে ঢুকিয়েছে কেজরিওয়ালের দল। যদিও অভিযোগ আস্বীকার করে আপ নেতারা জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে এনিয়ে কেন্দ্রীয় তদন্তের মুখোমুখি হতে রাজি তাঁরা।

Updated By: Feb 3, 2015, 08:05 AM IST
কালো টাকা নেওয়ার অভিযোগকে আপের বিরুদ্ধে হাতিয়ার করল বিজেপি

ওয়েব ডেস্ক: কালো টাকা নেওয়ার অভিযোগকে আপের বিরুদ্ধে হাতিয়ার করল বিজেপি। তাদের অভিযোগ, চারটি ভূয়ো কোম্পানির থেকে অন্তত দুকোটি টাকা পকেটে ঢুকিয়েছে কেজরিওয়ালের দল। যদিও অভিযোগ আস্বীকার করে আপ নেতারা জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে এনিয়ে কেন্দ্রীয় তদন্তের মুখোমুখি হতে রাজি তাঁরা।

দুর্নীতি বিরুদ্ধে লড়াই-টাই তাঁর ট্রেডমার্ক। ফলে দুর্নীতির প্রতিবাদে স্বচ্ছতার স্লোগানই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিরও ইউএসপি। তবে দিল্লি ভোটের আগে বিজেপির অভিযোগে সেই স্বচ্ছ ভবমূর্তিই চ্যালেঞ্জের মুখে পড়ল। বিজেপির অভিযোগ, ২০১৪ সালের এপ্রিলে অন্তত দু-কোটি টাকা আপের পার্টি ফান্ডে জমা হয়েছিল। যে চারটি কোম্পানি ওই টাকা দিয়েছিল তাদের অস্বিত্ব নিয়েই সোমবার প্রশ্ন তোলেন বিজেপি নেতারা।

বিজেপির এই অভিযোগের পর আত্মপক্ষ সমর্থনে নামেন আপ নেতারা। কেন্দ্রীয় সরকারকে বিষযটি নিয়ে তদন্তের আর্জি জানান তাঁরা। আগামী সাত তারিখ দিল্লির বিধানসভা নির্বাচন। লড়াইয়ে কংগ্রেস থাকলেও ভোটের দিন যতো এগোচ্ছে ততই প্রকট হচ্ছে আপ-বিজেপি মুখোমুখি টক্কর। কালো টাকা ইস্যু হাতিয়ার করে এবারে তাই প্রতিদ্বন্দ্বী আপকে কিছুটা ব্যাকফুট ঠেলে দিতে চাইছে বিজেপি।

.