'৪টি করে সন্তান উৎপাদন করতে বলেছি, ৪০টি কুকুরের বাচ্চা নয়', সাধ্বী প্রাচীর বিতর্কিত মন্তব্যে ফের অস্বস্তিতে বিজেপি
ওয়েব ডেস্ক; নিজের বক্তব্যের স্বপক্ষে গলা ফাটিয়ে ফের দলকে বিতর্কের মুখে ঠেলে দিলেন বিজেপি নেত্রী সাধ্বী প্রাচী।
এর আগে প্রত্যেক হিন্দু মহিলাকে অন্তত ৪টি করে সন্তান উৎপাদনের পরামর্শ দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। এবার নিজের বক্তব্যের হয়ে সাফাই গাইতে গিয়ে বললেন ''৪টে করে সন্তান উৎপাদন করতে বলেছি, ৪০টি কুকুরের বাচ্চা তো আর পয়দা করতে বলিনি।''
যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দলীয় নেতা মন্ত্রীদের বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকতে বলছেন, তখন বিজেপির ছোট বড় নেতা-নেত্রীদের লাগামহীন একের পর এক মন্তব্যের জেরে অস্বস্তিতে বিজেপি।
এর সঙ্গেই সাধ্বী যোগ করেছেন ''সিংহের কখনও ১টি সন্তান থাকে না। আমাদের প্রতি পরিবার পিছু ৪টি সন্তানের প্রয়োজন। একজন সীমান্তে শত্রুদের সঙ্গে যুদ্ধ করবে, একজন কে সাধু সন্ন্যাসীদের হাতে ছেড়ে দিন আর একজন সামাজিক করার জন্য বিশ্ব হিন্দু পরিষদের হাতে তুলে দিন।''
অল ইন্ডিয়া মাজলিস-ই-ইত্তেহাদুলের নেতা আসারুদ্দীন ওয়াইসিকেও তীব্র আক্রমণ করেছেন এই বিজেপি নেত্রী। তাঁর মতে ''ভারতে জন্ম নেওয়া প্রতিটি শিশুই হিন্দু। ওয়াইসির বাবা ভারতে জন্ম নিয়েছিলেন এবং তিনিও একজন হিন্দু ছিলেন। যদি ওয়াইসি নিজের হিন্দু স্বত্ত্বাকে অস্বীকার করেন তাহলে ওনার উচিৎ পাকিস্তানে গিয়ে থাকা।''