কাশ্মীর পর্যটনে যুক্ত হল ভিস্তাড্রোম কোচ
অত্যাধুনিক এই কোচের ছাদ কাচে মোড়া। সেই সঙ্গে থাকছে বিদ্যুত্ চালিত ওপালেন্স। ফলে, ট্রেনটি চলার সময় যাত্রীরা যে কোনও দিক দিয়েই উপভোগ করতে পারবেন কাশ্মীর উপত্যকার প্রাকৃতিক শোভা।
নিজস্ব প্রতিবেদন : কাশ্মীরে পর্যটনের প্রসারে নয়া উদ্যোগ। পর্যটকদের জন্য এবার উত্তর রেলওয়েতে যুক্ত হচ্ছে ভিস্তাড্রোম কোচ। প্রথমিক ভাবে রেলমন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, কাশ্মীরের বানিহাল থেকে বারামুল্লা পর্যন্ত ১১২ কিলোমিটার পথে চলবে ৪০ সিটের এই ট্রেনটি।
কী থাকছে এই ভিস্তাড্রোম কোচে?
অত্যাধুনিক এই কোচের ছাদ কাচে মোড়া। সেই সঙ্গে থাকছে বিদ্যুত্ চালিত ওপালেন্স। ফলে, ট্রেনটি চলার সময় যাত্রীরা যে কোনও দিক দিয়েই উপভোগ করতে পারবেন কাশ্মীর উপত্যকার প্রাকৃতিক শোভা। এছাড়াও থাকছে একটি বিশেষ অবজার্ভেশন লাউঞ্জ এবং জিপিএস ব্যবস্থা।
ইতিমধ্যে শ্রীনগরের নওগাম থেকে সাদুরা পর্যন্ত ট্রেনটি পরীক্ষামূলক ভাবে চালানো হচ্ছে। পরবর্তীকালে তা বানিহাল থেকে বারামুল্লা পর্যন্ত চলবে। উত্তর রেলের তরফে কাশ্মীরের বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়েছে, যাতে এই ট্রেনে কেউ পাথর না ছোড়ে।
আরও পড়ুন- মহিলা কর্মীকে যৌন প্রস্তাব, অভিযুক্ত দক্ষিণের রাজ্যপাল!