পাক প্রবীণ নাগরিকদের বিশেষ ভিসা প্রদানে স্থগিতাদেশ ভারতের

পাকিস্তানি প্রবীণ নাগরিকদের ভিসা প্রদানে স্থগিতাদেশ জারি করল ভারত। সীমান্তে গত কয়েকদিন ধরে চলতে থাকা চাপান উতোরের মধ্যেই মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

Updated By: Jan 15, 2013, 05:55 PM IST

পাকিস্তানি প্রবীণ নাগরিকদের ভিসা প্রদানে স্থগিতাদেশ জারি করল ভারত। সীমান্তে গত কয়েকদিন ধরে চলতে থাকা চাপান উতোরের মধ্যেই মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে খবর, ৮ জানুয়ারি পুঞ্চ সীমান্তে পাক সেনার হাতে দুই ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর প্রতিবেশী রাষ্ট্রকে আর কতটা সৌহার্দ দেখানো হবে তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে।
পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাঙ্গা করতে ২০১২-র সেপ্টেম্বরে এক দ্বিপাক্ষিক চুক্তিতে ৬৫ ঊর্ধ্ব পাকিস্তান নাগরিকদের ভারত ভ্রমণে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধন্ত নেয় ভারত। চার মাস পর সেই চুক্তি বাস্তবায়নের সময় এলেও পিছু হঠল ভারত। মঙ্গলবারই আঠারি সীমান্তে বিশেষ ভিসা প্রদানের কাজ শুরু হওয়ার কথা ছিল। সোমবারের `ফ্ল্যাগ মিটে` ভারতের তরফে কড়া বার্তা দেওয়ার পর ভিসা চুক্তি বস্তবায়নের আর কোনও যুক্তি থাকে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সম্প্রতি পাক আভ্যন্তরীণ মন্ত্রী রহমন মালিকের দিল্লি সফরকালেও ভারত-পাক ব্যবসা দূর অস্থ করতে ভিসা প্রদানে বেশ কিছু নিয়ম শিথিল করে ভারত।
সে দেশের প্রবীণ নাগরিক দের ভারত ভ্রমণে বিশেষ সুবিধা দেওয়ার ভিসা প্রদানের কাজ কবে শুরু হবে তাও স্পষ্ট করেনি নয়াদিল্লি। সূত্রের তরফে জানানো হয়েছে, ভারত "ঠিক সময়ে" সিদ্ধান্ত নেবে।

.