ভ্যালেনটাইন ডে'তে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বন্ধ 'কুমারী পুজা'

প্রাচীন প্রথাটি আর থাকল না। এবছর থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে নিষিদ্ধ হল কুমারী পুজা। অবাক হওয়ার কিছু নেই! কুমারী পুজা কেবল দুর্গা পুজাতেই হবে, এই মিথ ভেঙে দিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। শুধু পুজা আর্চাটা করা হত নিজেদের নিয়মে, মজার জন্য। সারা ক্যাম্পাস জুড়ে হৈ হৈ, রৈ রৈ। এবার প্রেমের দিবসে মন খারাপ ছাত্র-ছাত্রীদের। কতৃপক্ষের কঠোর নির্দেশ, 'ছেবলামো' করা চলবে না।

Updated By: Feb 11, 2016, 07:00 PM IST
ভ্যালেনটাইন ডে'তে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বন্ধ 'কুমারী পুজা'

ওয়েব ডেস্ক: প্রাচীন প্রথাটি আর থাকল না। এবছর থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে নিষিদ্ধ হল কুমারী পুজা। অবাক হওয়ার কিছু নেই! কুমারী পুজা কেবল দুর্গা পুজাতেই হবে, এই মিথ ভেঙে দিয়েছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। শুধু পুজা আর্চাটা করা হত নিজেদের নিয়মে, মজার জন্য। সারা ক্যাম্পাস জুড়ে হৈ হৈ, রৈ রৈ। এবার প্রেমের দিবসে মন খারাপ ছাত্র-ছাত্রীদের। কতৃপক্ষের কঠোর নির্দেশ, 'ছেবলামো' করা চলবে না।

কী হত এই  'কুমারী পুজায়'

বলিউডের বছরের সেরা অভিনেত্রীদের ছবি একটি গাছে লাগিয়ে দেওয়া হত। তার ওপর মালা থেকে শুরু করে চাপিয়ে দেওয়া হত কন্ডোম। এই কুমারী পুজা পুজাতে কুমারী হিসেবে স্থান পেয়েছে বলিউডের সেরার সেরারা। প্রিয়ঙ্কা চোপড়া, সোনাক্ষী সিনহা্‌, লিজা হেডেন থেকে সানি লিওন কে স্থান পাননি! কিন্তু এবারটা গাছটা থাকবে নেড়াই। দাদা-দিদিদের মুখে অনেক শুনেছিলেন কুমারী পুজার কথা, এবারটা ছিল প্রথম বারের জন্য পুজাতে নিজেকে সমর্পিত করার, এমনটাই বলছিলেন প্রথম বর্ষের ছাত্র ছাত্রীরা। কিন্তু  বন্ধ কুমারী পুজো।

.