Uttarakhand: উত্তরাখণ্ডের প্রথম মহিলা স্পিকার রিতু খান্ডুরি, জেনে নিন তার পরিচয়

খান্ডুরি নয়ডার (Noida) অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের (Amity University) প্রাক্তন শিক্ষক। তিনি আইএএস অফিসার রাজেশ ভূষণকে (Rajesh Bhushan) বিয়ে করেছেন। রাজেশ বর্তমান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।

Updated By: Mar 26, 2022, 04:27 PM IST
Uttarakhand: উত্তরাখণ্ডের প্রথম মহিলা স্পিকার রিতু খান্ডুরি, জেনে নিন তার পরিচয়

নিজস্ব প্রতিবেদন: রিতু খান্ডুরি ভূষণ উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার (Uttarakhand Legislative Assembly) হিসেবে নির্বাচিত হয়েছেন শনিবার। উত্তরাখণ্ডের (Uttarakhand) প্রাক্তন মুখ্যমন্ত্রী মেজর জেনারেল ভুবন চন্দ্র খান্দুরির কন্যা (Major General Bhuvan Chandra Khanduri), রিতু খান্দুরি ভূষণ এখন রাজ্য বিধানসভার প্রথম মহিলা স্পিকার নির্বাচিত হয়েছেন।

সদ্য সমাপ্ত উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে, ভারতীয় জনতা পার্টির (BJP) এই নেত্রী কোটদ্বারে (Kotdwar) তার পিতার অপমানের প্রতিশোধ নিয়েছেন এবং কংগ্রেসের সুরেন্দ্র সিং নেগিকে (Surendra Singh Negi) ৩,৬৮৭ ভোটে পরাজিত করেছেন।

 

খান্ডুরি ২০১৭ সালে যমকেশ্বর (Yamkeshwar) থেকে প্রথমবার বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন। তিনি রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভাপতিও।

 

আরও পড়ুন: Punjab: প্রাক্তন বিধায়কদের পেনশনে কোপ, নতুন ফর্মুলা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

খান্ডুরি নয়ডার (Noida) অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের (Amity University) প্রাক্তন শিক্ষক। তিনি আইএএস অফিসার রাজেশ ভূষণকে (Rajesh Bhushan) বিয়ে করেছেন। রাজেশ বর্তমান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.