মেয়াদ বাড়ল পুরনো নোট ব্যবহারের
পুরনো নোট ব্যবহারের ক্ষেত্রে আরও ১০ দিনের মেয়াদ বাড়াল RBI। আজ মধ্যরাতের পর থেকে পুরনো নোট একমাত্র ব্যাঙ্কে জমা দেওয়া ছাড়া আর কোনও কাজ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্ত, সেই নির্দেশিকায় এবার পরিবর্তন আনা হল RBI-এর পক্ষ থেকে।
ওয়েব ডেস্ক : পুরনো নোট ব্যবহারের ক্ষেত্রে আরও ১০ দিনের মেয়াদ বাড়াল RBI। আজ মধ্যরাতের পর থেকে পুরনো নোট একমাত্র ব্যাঙ্কে জমা দেওয়া ছাড়া আর কোনও কাজ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্ত, সেই নির্দেশিকায় এবার পরিবর্তন আনা হল RBI-এর পক্ষ থেকে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে পুরনো নোট-
১) চিকিত্সকের প্রেসক্রিপশন নিয়ে গেলে যে কোনও ওযুধের দোকানে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট দিয়ে কেনা যাবে ওষুধ
২) রেলের টিকিট কাউন্টার, সরকারি বাসের টিকিট কাউন্টার ও প্লেনের টিকিট কাটার ক্ষেত্রে সহজেই ব্যবহার করা যাবে
৩) সরকারি দুধের পার্লারে দুধ কেনার জন্য ব্যবহার করা যাবে এই নোট
৪) পেট্রোল পাম্প ও রান্নার গ্যাস কিনতে পারবেন এই নোটে
৫) শ্মশানঘাট ও কবরস্থানে ব্যবহার করা যাবে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট
৬) বিমানবন্দরে, বিশেষ করে আন্তর্জাতিক টার্মিনালে ব্যবহার করা যাবে
৭) ট্রেনে যাত্রার সময় খাওয়ার জন্য কেটারিং সার্ভিসে দেওয়া যাবে পুরনো নোট
৮) কোনও সৌধে বেড়াতে গেলে সেখানে টিকিট কাটার সময় দেওয়া যাবে এই নোট
৯) সরকারি সংস্থায় বিল মেটানোর জন্য ব্যবহার করা যাবে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট
১০) কোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা যাবে পুরনো নোট